জাতীয় দলের খেলা বাদ দিয়ে ক্রিকেটাররা যান বিদেশি লিগে খেলতে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটে এটি বেশ আলোচিত বিষয়। হুটহাট ক্রিকেটারদের ছুটি নেওয়া নিয়েও অসন্তুষ্ট বোর্ড কর্মকর্তারা। সব মিলিয়ে তাদের সঙ্গে নতুন চুক্তিতে এসব বিষয় চূড়ান্ত করার কথা আগেই জানিয়েছিল বিসিবি।

এবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, সব ক্রিকেটারই তাদের দেওয়া শর্ত মেনে নিয়েছেন। দেশের হয়ে তিন ফরম্যাট খেলার আগ্রহ দেখিয়েছেন তারা। দেশের ক্রিকেটের আগে প্রাধান্য দেবেন না বিদেশি লিগকে, এমন শর্তেও ক্রিকেটাররা রাজি হয়েছেন বলে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন আকরাম। 

তিনি বলেন, ‘তিন ফরম্যাটে খেলতে সব ক্রিকেটারই প্রস্তুত আছে। তাদের কাছে জাতীয় দলের দায়িত্বই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে তারা জানিয়েছে। যদি সুযোগ পায় এবং এলপিএলে খেলার সময় থাকে তাহলে সেখানে খেলবে। তবে সেটা জাতীয় দলের খেলা বাদ দিয়ে না।’

আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ৩০ জুলাই থেকে ২২ আগস্ট। আগস্টের ২ থেকে ৮ তারিখ পর্যন্ত আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। এদিকে বাংলাদেশের সাত ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন এলপিএল খেলতে। তবে আকরাম বলছেন, এলপিএলের শুরুর দিকে থাকবেন না তারা।  

তিনি বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটাররা এলপিএলের শুরুতে থাকতে পারবে না। কারণ তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের সিরিজ রয়েছে। আমাদের আরও সম্ভাব্য সিরিজ আছে। তবে মাঝে কিছু ফাঁকা সময় আছে। তারা ওই সময়ে গিয়ে এলপিএল খেলতে পারবে।’

এমএইচ/এটি