ভারতকে অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ, ‘পারলে করে দেখাও!’
ছবি: সংগৃহীত
সিডনি টেস্টের শেষ চার সেশনে অস্ট্রেলিয়া যেন রীতিমতো ভারতকে চ্যালেঞ্জই ছুড়ে বসল। প্রায় ১৩০ ওভারে ভারতের সামনে ৪০৭ রানের চ্যালেঞ্জ ঝুলিয়ে দিয়েছেন অজি অধিনায়ক টিম পেইন।
১০৩ রান আর ১৯৭ রানের লিড নিয়ে নিয়ে দিন শুরু করা অজিরা অবশ্য দিনের শুরুতে খেলেছে রয়েসয়ে। স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের জুটি ১০০ ছুঁয়েছে ২২০ বল খেলে। লাবুশেন অবশ্য সাজঘরে ফিরেছেন এরপরই। নবদীপ সাইনির বলে আউট হওয়ার আগেই অবশ্য নামের পাশে যোগ করেছেন ৭৩ রান।
বিজ্ঞাপন
সঙ্গী স্মিথও বেশি দূর এগোতে পারেননি। ৮১ রান করে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে। এর আগেই অবশ্য ব্যক্তিগত ৪ রানে ঘরে ফিরেছেন ম্যাথিউ ওয়েড।
২০৮ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে স্মিথকে হারানোর পর থেকেই যেন দ্রুত রান তুলতে মনোযোগী হয়। পরের বিশ ওভারে ওভারপ্রতি ৫ রান করে ক্যামেরন গ্রিন আর টিম পেইনের জুটি। জাসপ্রিত বুমরাহর বলে বদলি উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার তালুবন্দি হওয়ার আগ পর্যন্ত ইনিংস সর্বোচ্চ ৮৪ রান তুলে নেন তিনি। তার উইকেটের পরই অধিনায়ক পেইন দলীয় ৩১২ রানে ইনিংস ঘোষণা করে দেন। তাতে ভারতের লক্ষ্যটা দাঁড়ায় ৪০৭ রানের।
বিজ্ঞাপন
চোটের কারণে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করেননি রিশাভ পান্ট ও রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে ব্যাট করার সময়ে কনুইয়ে চোট পেয়েছিলেন পান্ট। জাদেজার চোট ছিলো আঙুলে, যে কারণে দ্বিতীয় ইনিংসে বলও করতে পারেননি তিনি, পান্টের মতো মাঠের বাইরে ছিলেন তিনিও। দ্বিতীয় ইনিংসে দুজনে ব্যাট করতে পারবেন কিনা এ নিয়েও আছে ধোঁয়াশা। যদি শেষমেশ নাই পারেন, তাহলে কার্যত আট উইকেট হাতে নিয়ে ভারতের ম্যাচ বাঁচানোটা যে কঠিনই হয়ে পড়বে, তা বলাই বাহুল্য।
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ভারতকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরায় ভারত।
এনইউ/এটি