জোড়া গোল করে মেসির উদযাপন/ছবি: সংগৃহীত

মৌসুম শুরুর বাজে সময়টা পেছনে ফেলছেন লিওনেল মেসি, বার্সেলোনাও তাই শেষ ১৮ বছরে সবচেয়ে বাজে শুরুটাকে পেছনে ফেলে ফিরছে শীর্ষস্থানের লড়াইয়ে। তার আর অ্যান্টোয়ান গ্রিজমানের জোড়া গোলে ৪-০ গোলে হারিয়েছে গ্রানাডাকে, তুলে নিয়েছে মৌসুমের প্রথমবারের মতো টানা তিন জয়। তবে রিয়াল মাদ্রিদের রাতটা মোটেও ভালো কাটেনি। ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছেন কারিম বেনজেমারা।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে অবশ্য বার্সেলোনা ম্যাচের শুরুটা বেশ নড়বড়েভাবেই করেছিল। ঘড়িতে তখনো মিনিটের কাটাও পেরোয়নি, স্বাগতিক ফরোয়ার্ড পুয়ের্তাসের শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। তবে এরপর বার্সা ম্যাচে ধাতস্থ হয়েছে শিগগিরই। প্রথম গোলে অবশ্য কিছুটা ভাগ্যের সহায়তাও ছিল বৈকি! ৬০০তম ম্যাচ খেলতে নামা সার্জিও বুসকেটস পাসটা লেফট উইংয়ে থাকা পেদ্রি গঞ্জালেজকে খেলতে চেয়েছিলেন, তবে সেটি গ্রানাডা ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে গিয়ে পড়ে বক্সে থাকা গ্রিজমানের পায়ে। সেখান থেকেই তার গোল, এগিয়ে যায় বার্সা।

গ্রিজমানের ছোঁয়া ছিল পরের গোলেও। ৩৫ মিনিটে নিজেদের অর্ধ থেকে তারই নেতৃত্বে প্রতি-আক্রমণে ওঠে কাতালানরা। ফরাসি ফরোয়ার্ডের পাস প্রতিপক্ষ বিপদসীমায় খুঁজে নেয় মেসিকে। আর্জেন্টাইন তারকা নিজের ট্রেডমার্ক বাঁ পায়ের বাঁকানো শটে ব্যবধান বাড়ান বার্সার। 

চলতি মৌসুমে গোল পেলেও ফ্রি কিক থেকে গোল হচ্ছিল না মেসির। গ্রানাডার মাঠে সে আক্ষেপও ঘুচল তার। ৪২ মিনিটে পাওয়া ফ্রি কিকে মানব দেয়ালের নিচে দিয়ে করা তার শট আছড়ে পরে প্রতিপক্ষ জালে। এ গোলে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৫ মৌসুমে কমপক্ষে ১০ গোল করার কীর্তিও গড়ে বসেন মেসি। চলে আসেন লা লিগা গোলদাতার তালিকায় শীর্ষেও। বার্সার জয় নিয়েও আর অনিশ্চয়তা ছিল না একটু। 

গ্রানাদার কফিনে শেষ পেরেকটি ঠোকেন গ্রিজমান। উসমান দেম্বেলের নিচু ক্রস থেকে দারুণ এক শটে দূরের পোস্টের দেখা পেয়ে যান তিনি। ৬৩ মিনিটেই বার্সা পায় ৪ গোলের লিড। মেসিকেও এরপর তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান, তবে শেষ আধঘণ্টায় দল আক্রমণের চেয়ে বল ধরে রাখাতেই যেন মনোযোগী ছিল বেশি। তাতে চার গোলের অগ্রগামিতা ধরে রেখেই ম্যাচ শেষ করে কোচ কোম্যানের শিষ্যরা।

বার্সার মতোই প্রতিপক্ষের মাঠে খেললেও রিয়ালের রাতটা অবশ্য ভালো কাটেনি আদৌ। তীব্র তুষারপাতের মধ্যে চলা খেলায় রিয়ালের পারফর্ম্যান্সও যেন হয়ে পড়েছিল হিমায়িত। প্রথমার্ধে গোলের সুযোগই সৃষ্টি করতে পারেনি দলটি, উল্টো একটা নিশ্চিত গোল হজমের হাত থেকে রক্ষা পেয়েছে গোলরক্ষক থিবো কোর্তোয়ার কল্যাণে। ৫৫ মিনিটে কারিম বেনজেমার শটটা ছাড়া রিয়ালের বলার মতো সুযোগ ছিল না একটাও। ফলে পুঁচকে ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাধ্য হয়েছে দলটি।

এই ড্রয়ের ফলে জিনেদিন জিদানের শিষ্যরা ১৮ ম্যাচ থেকে পেল ৩৭ পয়েন্ট, তিনে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান নেমে এসেছে তিন-এ। সমান ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট অর্জন করেছেন মেসিরা। আর শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৩৮ পয়েন্ট, তাও আবার রিয়াল-বার্সার চেয়ে ৩ ম্যাচ কম খেলেই!

এনইউ