বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার একদিন আগে করোনা আতঙ্ক জিম্বাবুয়ে শিবিরে। অবশ্য দলের কেউ কোভিড পজেটিভ হননি। তারপরও খেলতে পারছেন না দুই অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। মঙ্গলবার জিম্বাবুয়ে গণমাধ্যমের খবর- এই দুই ক্রিকেটারের পরিবারের করোনা হানা দিয়েছে। সেই পজিটিভ সদস্যের সংস্পর্শে আসার পর সেলফ-আইসোলেশনে চলে গেছেন টেস্ট দলে থাকা দুই ক্রিকেটার।

বুধবার দুপুরে বাংলাদেশের সঙ্গে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ে। যেখানে উইলিয়ামসের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তার অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর।

টেলর এর আগে নিয়মিত অধিনায়ক ছিলেন জিম্বাবুয়ের। সব মিলিয়ে ১৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন দেশকে। বাংলাদেশের বিপক্ষে মিশনের আগে বলছিলেন, ‘এটা মেনে নিতে হবে যে অভিজ্ঞ কয়েকজনকে পাচ্ছি না আমরা। কিছু তরুণ ক্রিকেটার উঠে এসেছে আমাদের। এটা তাদের জন্য বড় এক সুযোগ। নিজেরা তারা কোথায় অবস্থান করছে, সেটি দেখার জন্য উপযুক্ত সময় এটি। তাদের ওপর আমাদের আস্থা রয়েছে। আমি ওদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি।’

এটি