ইংল্যান্ড ক্রিকেট দল/ফাইল ছবি

করোনার থাবায় হঠাৎ করেই দিশেহারা ইংল্যান্ড ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে কোভিড টেস্ট করতেই গিয়েই বেরিয়ে এলো বড় খবর। পজিটিভ হয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ৭ সদস্য। এরমধ্যে ৩জন ক্রিকেটার ও ৪জন স্টাফ। এ অবস্থায় নতুন করে গোটা দল চলে যেতে হয়েছে আইসোলেশনে।

অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে মঙ্গলবারই নতুন করে দল ঘোষণা করতে হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। ব্রিস্টলে সোমবার পিসিআর পরীক্ষায় দেখা গেছে ইংল্যান্ড দলের তিনজন খেলোয়াড় ও চারজন স্টাফ করোনা পজেটিভ। তারপরই দ্রুত দলের বাকি সদস্যদের আলাদা করে ফেলা হয়েছে।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ৮ জুলাই। তার আগে এতোবড় বিপর্যয়ের পরও অবশ্য খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসিবি। ওয়ানডের পর চলবে টি-টোয়েন্টি সিরিজও। আর দলটির নেতৃত্বে থাকবেন বেন স্টোকস। ইংল্যান্ডের দায়িত্বে ফিরে আসবেন তিনি। সবঠিক থাকলে পরের কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে নতুন স্কোয়াড।

কার্ডিফে বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার কথা ছিল ইয়ন মরগানদের। তার আগেই করোনায় পাল্টে গেলো দৃশ্যপট। ৭ জনের করোনা আক্রান্তের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দলটিতে। এ অবস্থায় দলের বাকি সদস্যরাও করোনা পজিটিভ সদস্যদের সংস্পর্শে আসায় গোটা দলকেই স্বাস্থ্যবিধি মেনে নিভৃতবাসে পাঠানো হয়েছে। 

কার্ডিফে নির্ধারিত দিনেই বাবর আজমদের বিপক্ষে পুরোপুরি নতুন দল নিয়েই মাঠে নামতে হচ্ছে ইংল্যান্ডকে। যে দলে আসতে পারেন একাধিক নতুন মুখ।

করোনা পরিস্থিতির কথা ভেবে আগে থেকেই ইসিবি প্রস্তুত ছিল বলে জানালেন প্রধান কার্যনির্বাহী কর্তা টম হ্যারিসন। বলছিলেন, ‘কোভিডের ডেল্টা প্রজাতির আগমন ও আমাদের জৈব বলয়ের কঠোর নিয়মের পরিবর্তনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে জেনে আগে থেকেই প্রস্তুত ছিলাম আমরা। এ অবস্থায় রাতারাতি নতুন এক দল নির্বাচনের জন্য ক্রিকেটারদের বাছাই করতে সক্ষম হয়েছি। পাশাপাশি বেন স্টোকসকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। ইংল্যান্ড দলে অধিনায়ক হিসাবেই তার প্রত্যাবর্তন হতে যাচ্ছে।’

এটি