ক্যারিয়ার সেরা ইনিংসেও লিটনের আক্ষেপ
যখন শঙ্কা জেগেছিল দলীয় রান দুইশ-র কোটা ছোঁয়ার আগেই গুটিয়ে যাওয়ার, তখন প্রিয় প্রতিপক্ষ পেয়ে দৃঢ় হলো লিটন দাসের ব্যাট। জিম্বাবুয়ের বিপক্ষে বরাবরই বড় ইনিংস খেলতে ভালোবাসেন লিটন। এবারও দলের দুঃসময়ে ত্রাতা হয়ে দাঁড়ালেন তিনি। খেললেন টেস্ট ফরম্যাটে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস। তবুও আক্ষেপ লিটনের। সেঞ্চুরির মাত্র ৫ রান দূরে থেকে ৯৫ রান করে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ইনিংসের ৭৯তম ওভারে ডোনাল্ড তিরিপানোর বলে সাজঘরে ফেরেন লিটন। ১৪৭ বলের ইনিংসটি সাজান ১৩টি বাউন্ডারির সাহায্যে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৯৪ রান ছিল তার। আজ আক্ষেপ নিয়ে মাঠে ছাড়ার দিনে ৯৫ রানের ইনিংসটি সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এদিন প্রায় ১৬ মাস পর টেস্ট খেলতে নেমে রানের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। প্রায় ২৭ মাস পর ফিফটির দেখা পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
টেস্ট র্যাঙ্কিংয়ে দুই দল কাছাকাছি হলেও শক্তিমত্তার বিচারে জিম্বাবুয়ে থেকে ঢের এগিয়ে বাংলাদেশ। দুই দলের মধ্যকার একমাত্র টেস্টেও ফেভারিটের তকমা লাল-সবুজের প্রতিনিধিদের গায়ে। তবে জিম্বাবুয়েও যে ছেড়ে কথা বলবে না সেটি অনুমেয় ছিল। কিন্তু হারারে টেস্টের শুরুর দিনের প্রথম দুই সেশনে টাইগারদের ৬ উইকেট তুলে নিয়ে ভিন্ন বার্তা দিতে চাইলেন স্বাগতিক বোলাররা। ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
১৩২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ দলকে টেনে তোলে লিটন-মাহমুদউল্লাহ জুটি। সপ্তম উইকেটে দুজন যোগ করেন ১৩৮ রান। লিটন ৯৫ রান করে আউট হলে পরের বলেই সাজঘরে ফেরেন নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।
বিজ্ঞাপন
এই প্রতিবেদন লেখার সময় ৮ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ২৮৯ রান।
টিআইএস