বিশ্বকাপে রেকর্ড ছোঁয়ার আরও কাছে নিয়াজ
বিশ্বকাপ দাবায় এনামুল হোসেন রাজীবের রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি অবস্থানে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। ২০০৭ সালে রাজীব প্রথম রাউন্ডের এক খেলায় জয় ও আরেক খেলায় ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন। আজ (মঙ্গলবার) প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় নিয়াজ প্যারাগুয়ের গ্র্যান্ড মাস্টার ডেলগাডো রমিরেজ নেয়ুরিজকে (রেটিং-২৬২২) হারান দুর্দান্ত খেলে।
প্রথম রাউন্ডের প্রথম খেলায় পরাজিত হওয়ায় নিয়াজ ও নেয়ুরিজের মধ্যে কে খেলবেন দ্বিতীয় রাউন্ডে এটি নির্ধারিত হবে আগামীকাল। কাল র্যাপিড পদ্ধতিতে দুইটি গেম হবে। ২৫ মিনিট করে খেলা। ২৫ মিনিটের গেমের মধ্যে ন্যূনতম দেড় পয়েন্ট যে পাবে সে দ্বিতীয় রাউন্ডে খেলবে।
বিজ্ঞাপন
র্যাপিড দুই গেমের মধ্যে যদি দুইটি ড্র অথবা দুজনেই একটি করে জয় পায় সেক্ষেত্রে ব্লিটজ পদ্ধতি হবে। ব্লিটজ হচ্ছে পাঁচ মিনিটের গেম। ২০০৭ সালে বাংলাদেশের দাবাড়ুদের মধ্যে একমাত্র এনামুল হোসেন রাজীবই বিশ্বকাপ দাবায় দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। আগামীকাল নিয়াজের দিকে তাকিয়ে থাকবে দেশের দাবা অঙ্গন।
এই রিপোর্ট লেখার সময় আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের খেলা চলছিল। প্রথম রাউন্ডের প্রথম খেলায় তিনি ইরানের গ্র্যান্ডামস্টার ইদানির বিরুদ্ধে হেরেছিলেন। আজ দ্বিতীয় খেলাতেও পজিশন ভালো নয়। জিয়া আজ ড্র করলেও বিশ্বকাপ থেকে বিদায় নেবেন।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ