সেই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে রান খরায় পড়লেন সাকিব আল হাসান, কোনভাবেই আর স্বস্তি মিলছে না তার ব্যাটে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে অবশ্য ৭৪ রানের একটি ইনিংস খেলেছিলেন সাকিব। তবে মূল ম্যাচে কাজে আসেনি। আসন্ন ওয়ানডে সিরিজের আগে পুরো দল তাকিয়ে সাকিবের ব্যাটের দিকে। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেও সুবিধা করতে পারলেন না তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আজ (বুধবার) একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে সফরকারীরা। এ ম্যাচে ইনজুরি কাটিয়ে ব্যাট করতে নেমেছিলেন তামিম ইকবাল। পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। তবে ইনিংস বড় করার সুযোগ পেয়েও ৩৭ রান করে আউট হয়েছেন সাকিব।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৩ ম্যাচে ব্যাট হাতে করেন ৩৮ রান। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তার ব্যাট থেকে আসে মাত্র ১৯ রান। রান পাননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও। ৮ ম্যচে সর্বসাকুল্য ১২০ রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে একবার ব্যাট করতে নেমে ৩ রান করে আউট হন।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাকিবের ব্যাটের দিকে তাকিয়ে ছিল গোটা দল। তবে আস্থার প্রতিদান দিতে পারলেন না তিনি। রানের জন্য সংগ্রহ করতে থাকা সাকিব ইনিংস বড় করতে পারলেন না। ফিরলেন ৩৭ রান করে। যেখানে ৬০টি বল খেলে মাত্র একটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। একেবারেই সাকিব সুলভ হচ্ছে না তার ব্যাটিং।

হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে বুধবার তামিমের সঙ্গে ইনিংসে শুরু করতে নেমে ৫২ বল খেলে ২৫ রান করে আউট হন ওপেনার নাঈম শেখ। তামিমের ব্যাট থেকে আসে ৬৬ রান। ৬২ বলে ইনিংসটি সাজান ১১টি চার ও ১টি ছয়ের মারে। ব্যাটিং অর্ডার পরিবর্তন করে চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি লিটন দাস। ফেরেন ২ রানে আউট হয়ে। বাকিদের সুযোগ দিতে মোহাম্মদ মিঠুন ৩৯ রান করে স্বেচ্ছায় অবসরে যান।

টিআইএস/এটি