বাংলাদেশের রেকর্ডের ম্যাচ রেকর্ড গড়ল জিম্বাবুয়েও
চলমান জিম্বাবুয়ে বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে হারারে স্পোর্টস ক্লাব মাঠ। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান এই মাঠটি শীর্ষে উঠে গেল একদিনের ম্যাচ আয়োজন করার রেকর্ডে। ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডসকে।
১৯৯২ সালের ২৫ অক্টোবর জিম্বাবুয়ে বনাম ভারতের ম্যাচ দিয়ে একদিনের ক্রিকেটে অভিষেক হয় হারারে স্পোর্টস ক্লাব মাঠের। ২৯ বছরে অনেক অর্জনের সাক্ষী এই মাঠ। আজ (শুক্রবার) বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচের টসের মধ্য দিয়ে রেকর্ড ১৩৫টি ওয়ানডে ম্যাচ আয়োজন গৌরব অর্জন করে হারারে।
বিজ্ঞাপন
১৩৪টি ওয়ানডে হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডসে। ১২৬ ওয়ানডে আয়োজন করে তালিকার তৃতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ। অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডসে হয়েছে ১২৪টি ওয়ানডে। তালিকার পরের স্থানে আছে শ্রীলঙ্কার পি সারা ওভার। এ মাঠে ওয়ানডে হয়েছে ১১১টি।
বাংলাদেশ সমর্থকদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তবে মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়টি ওয়ানডে ম্যাচ হয়েছে? ৯৬টি একদিনের ম্যাচ আয়োজন করে তালিকার ষষ্ঠ স্থানে আছে মিরপুর।
বিজ্ঞাপন
টিআইএস/এনইউ