ছবি: সংগৃহীত

চতুর্থ টেস্টের আগে আরও বড় ধাক্কা খেল ভারত। পেটের মাংসপেশিতে চোটের কারণে ব্রিসবেনে অনুষ্ঠেয় বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও টেস্ট থেকেও ছিটকে গেছেন ভারতীয় পেসার জশপ্রিত বুমরাহ, বিসিসিআইয়ের নির্ভরযোগ্য সূত্র ধরে জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম পিটিআই।

সিডনি টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করার সময়ে বেশ কয়েকবার দলীয় চিকিৎসককে ডেকে পেট ব্যথার কথা প্রকাশ করতে দেখা গিয়েছিল বুমরাহকে। এই সমস্যার কারণে চতুর্থ টেস্টে তার খেলাটাও পড়ে গেছে ধোঁয়াশায়, জানাচ্ছে বিসিসিআই সূত্র।

এর আগেরদিনই জানা গিয়েছিল আঙুলে চোটের কারণে শেষ টেস্টে খেলা হচ্ছে না রবীন্দ্র জাদেজার। ড্রয়ের নায়ক হনুমা বিহারিও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে খেলতে পারবেন না শেষ টেস্টে। এরপর যদি বুমরাহও শেষ টেস্টে না খেলতে পারেন তাহলে ভারতের জন্যে যে সেটা বড় দুর্গতিই বয়ে আনবে তা বলাই বাহুল্য।

অস্ট্রেলিয়া সফরে থাকা ভারত টেস্ট সিরিজের শুরু থেকেই চোট-সমস্যায় ভুগছে ভারত। হাতে চোটের কারণে প্রথম টেস্টের শেষ দিকে ছিটকে যান মোহাম্মদ শামি। পরের টেস্টের মাঝামাঝি সময়ে উমেশ যাদব কাফ মাসলে চোট নিয়ে ফেরেন ভারতে। যে কারণে মোহাম্মদ সিরাজ ও নবদ্বীপ সাইনির অভিষেক হয়েছে তৃতীয় টেস্টে। পেটের মাংসপেশিতে চোটের কারণে শেষমেশ বুমরাহও ছিটকে গেলে ব্রিসবেনে তার জায়গায় অভিষেক হবে শার্দুল ঠাকুরের। 

এর আগে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চতুর্থ টেস্ট থেকে ছিটকে যান আঙুলের চোট নিয়ে, বিসিসিআই সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টা নিশ্চিত করেছে কিছুক্ষণ আগেই। হনুমা বিহারির ছিটকে যাওয়াটা নিশ্চিত হয়নি এখনো। তবে ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, হ্যামস্ট্রিং চোট শেষ টেস্টে খেলার পথ আগলে দাঁড়াবে তার।

এনইউ