ইউরোর মিশনটা খুব একটা ভালো যায়নি জাতীয় দল ফ্রান্সের হয়ে। এরপর যোগ দেননি রিয়াল মাদ্রিদের অনুশীলনেও। শুক্রবারই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল করিম বেনজেমার। কিন্তু এদিনই জানা গেল দুঃখের খবর। 

করোনা আক্রান্ত রিয়াল ও ফ্রান্স তারকা। বেনজেমার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে নিশ্চিত করেছে তার ক্লাব। লা লিগার নিয়ম অনুযায়ী অন্তত দশদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। 

নতুন মৌসুম শুরু হওয়ার আগে এই স্ট্রাইকারকে ফিরে পেতে ভালো সময়ই পাচ্ছে রিয়াল মাদ্রিদ। আগামী ১৫ আগষ্ট আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি মৌসুম শুরু করবে তারা। তার আগে অবশ্য দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে ক্লাবটির। 

এবারের ইউরোতে দীর্ঘদিন পর ফ্রান্স দলে ফেরেন বেনজেমা। অবশ্য টুর্নামেন্টটি খুব একটা সুখকর হয়নি তার দলের জন্য। ইউরোর শেষ ষোলো থেকে বিদায় নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর থেকেই ছুটিতে ছিলেন বেনজেমা। 

এমএইচ