রোমান সানা ও দিয়া সিদ্দিকী/ফাইল ছবি

টোকিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধনের বেশ কয়েক ঘন্টা আগে শুরু হয়েছে আরচ্যারি ডিসিপ্লিনের লড়াই। বাংলাদেশের এবারের আশা ভরসার কেন্দ্রবিন্দু আরচ্যারি। রোমান রিকার্ভ এককে লড়ছেন এখন। এই রিপোর্ট লেখা পর্যন্ত রোমান র‍্যাঙ্কিং রাউন্ডে ৫৪ টি তীর ছুড়ে ৫০২ স্কোর গড়ে এখন ১৩ নম্বরে আছেন। আরো ২৪ টি তীর ছুড়বেন রোমান। রোমান প্রথমার্ধ  (৩৬ তীর পর্যন্ত) শেষে অষ্টম অবস্থানে ছিলেন৷ 

রোমানের আগে শেষ হয়েছে দিয়া সিদ্দিকীর ইভেন্ট। বাংলাদেশের এই বিস্ময় বালিকা র‍্যাঙ্কিং রাউন্ডে ৩৬ তম পজিশনে রয়েছেন। নিজের সেরা স্কোর ৬৩৪ অতিক্রম করে অলিম্পিকে ৬৩৫ স্কোর অর্জন করেছেন তিনি। 

রোমান ও দিয়ার এই যৌথ স্কোর বাংলাদেশ মিশ্র দলকে এখনো শীর্ষ ১৬র মধ্যে রেখেছে। রোমান ও দিয়ার স্কোর মিলিয়ে বাংলাদেশের স্কোর ১১৩৭। ইউক্রেন মাত্র ৪ স্কোর পেছনে তাদের। মিশ্র বিভাগে বাংলাদেশকে খেলতে হলে শীর্ষ ১৬'র মধ্যে থাকতে হবে। দিয়া তার সেরাটা দিয়েছেন। রোমানের বাকি তীর ছোঁড়ার উপর নির্ভর করছে বাংলাদেশ মিশ্রতে শীর্ষ ১৬'র মধ্যে থাকতে পারবে কি না৷  

এজেড/এনইউ