ক্রিকেটের পরাশক্তি দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সৌভাগ্য খুব বেশি আসে না বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামার সুযোগ আসে কালেভদ্রে। দীর্ঘদিন পর অজিদের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। জৈব সুরক্ষা বলয়ের জন্য এই সিরিজ নিয়ে বাড়তি আলোচনা। সবকিছু চূড়ান্ত হওয়ার পরেও স্বস্তির ঢেকুর তোলা দায়! শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দল আসবে তো?

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে ঢাকার উদ্দেশে রওয়ানা করবেন মিচেল স্টার্করা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, সফরকারীরা ২৯ জুলাই বিকেল ৪টায় কোয়ান্টাস এর চাটার্ড বিমানে চেপে আসবে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ৮ নম্বর গেট দিয়ে বের হয়ে বাসে উঠে সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে চলে যাবে।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়নি। এ সফরে মূল দলকে পাচ্ছে না অজির। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস ও প্যাট কামিন্সরা খেলবেন না বলে জানিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন সীমিত ওভারের দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এদিকে জিম্বাবুয়েতে সফল এক মিশন শেষ করল বাংলাদেশ দল। দীর্ঘ ৮ বছর পর সে দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গিয়ে একে একে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। সফরের ৭ ম্যাচের মধ্যে জিতেছে ৬ ম্যাচেই। দীর্ঘদিন পর কোনও সফরের তিন বিভাগেই এমন সফলতা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ঘরের মাঠে মিশন অস্ট্রেলিয়া।

সূচি এগিয়ে সিরিজ ২৫ জুলাই শেষ হলেও ২৮ জুলাইয়ের আগে বিমানে চাপতে পারছেন না সাকিব আল হাসানরা। ২৯ তারিখ ঢাকা পা রেখেই সোজা হোটেলে উঠবে দল। সেভাবেই হোটেল বুক করা আছে। অস্ট্রেলিয়া, বাংলাদেশ একই দিনে ঢাকায় পৌঁছে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে। তবে ২৯ জুলাই অজিদের আগেই তিনটি ট্রফি নিয়ে বাংলাদেশে আসবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই সূত্র জানিয়েছে, ২৮ জুলাই জিম্বাবুয়ে ছেড়ে কাতার এয়ারলাইনসে একটি বিমানে চেপে ২৯ তারিখে সকাল ৯টায় বাংলাদেশ আসবেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

টিআইএস/এনইউ/এটি