সিরিজের সময় ঘনিয়ে আসলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে দেনদরবার শেষ হচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়ার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার আগে শর্তের বোঝা চাপিয়ে দিয়েছে বিসিবির মাথায়। তার সবই মেনে নিয়েছে বাংলাদেশ। সব ঠিক থাকলে আগামীকাল (২৯ জুলাই) ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তার আগে চাওয়া-পাওয়ার হিসাব মিলিয়ে নিচ্ছে তারা।

বুধবার (২৮ জুলাই) হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘ফাইন টিউনিং হচ্ছে বেসিক চাওয়াগুলো। যেমন অনুশীলনের সময় বা অন্যান্য সময় কী কী প্রয়োজন সে বিষয়ে এখন শেষ সময়ের আলোচনা হচ্ছে। আমাদের ক্রিকেট অপারেশন্স, মেডিকেল টিম তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছে।’

করোনাভাইরাসের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এমনিতেই চ্যালেঞ্জিং। তবে কোন ঝামেলা ছাড়াই দুটি সিরিজ আয়োজন করেছে বিসিবি। অভিজ্ঞতা অর্জন করা গেছে সেখান থেকে। তবে নিরাপত্তা ইস্যুতে বাড়তি সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া। এখানে আসার আগে একাধিক শর্ত দিয়েছে তারা, যার সবই প্রায় করোনাভাইরাস প্রতিরোধী। তবুও সিরিজের মাঝপথে কেউ আক্রান্ত হলে আলোচনার মাধ্যমে করণীয় ঠিক হবে বলে জানালেন সুজন।

বিসিবি'র সিইও বলেন, ‘আমরা কিন্তু কোভিড পরিস্থিতির মধ্যেই দুটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করেছি। এবং আমাদের দলও বাইরে সফর করেছে। তো আমাদের কিন্তু ওই অভিজ্ঞতা হয়ে গেছে কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, প্রয়োজনগুলো কী এবং কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করলে সফলভাবে সিরিজটা শেষ করা যাবে।’ 

সঙ্গে যোগ করেন সুজন, ‘তারপরেও আমি বলি এই ধরনের পরিস্থিতি যদি কোন পজিটিভ কেইস আসে, আমরা দুই বোর্ড এ ব্যাপার আলোচনা করে কাজ করব এবং সফলভাবে সিরিজটি শেষ করব।’

টিআইএস/এমএইচ