অলিম্পিক হকিতে ইতিহাস গড়ল ভারতের নারীরা
অলিম্পিকে ইতিহাসই গড়ে ফেলেছে ভারত। নারী হকিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে দেশটি। তিন বারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।
পুরুষ দল আগেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিল। তবে নারীদের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। তিন বারের সোনা জেতা অস্ট্রেলিয়াকে হারানো যে চাট্টিখানি কথা নয়।
বিজ্ঞাপন
টোকিওর ওই হকি স্টেডিয়ামে নারী হকির দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামে ভারত। শুরু থেকেই ছিল তাদের আধিপত্য। তাতে প্রথম কোয়ার্টারে গোল না পেলেও দ্বিতীয় কোয়ার্টারে ঠিকই গোলের দেখা পেয়ে যায় ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল পান গুরজিত কর। এরপর রক্ষণাত্মক না হয়ে বরং আক্রমণে আরও মনোযোগী হয় দলটি, তবে তাতে গোলের দেখা আর পায়নি ভারত।
শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে সুযোগ এসেছিল অস্ট্রেলিয়ার সামনে। কিন্তু ভারতের রক্ষণব্যুহ ভেঙে গোল আর করতে পারেনি তারা। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো ভারতের নারী আর পুরুষ দুই হকি দলই উঠে গেছে অলিম্পিকের শেষ চারে।
বিজ্ঞাপন
তবে ভারতের এই সেমিফাইনালে খেলাটা এসেছে এক বিস্ময় হয়েই। প্রথম তিন ম্যাচে হারের পর এই দল নিয়ে হয়তো কোনো ভারতীয় পাঁড় সমর্থকও আশা দেখেননি। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে এই দলটা চূর্ণ হয়েছিল ১-৫ গোলে। এরপর জার্মানি আর গ্রেট ব্রিটেনের কাছেও হারের বিস্বাদ নেয় তারা।
শেষ দুই ম্যাচে আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছিলেন গুরজিতরা। এরপর ব্রিটেনের কাছে আয়ারল্যান্ডের হারের ফলে দলটা উঠে যায় নকআউটে। সেই দলটাই আজ হারিয়ে দিলো তিন বারের সোনাজয়ী অস্ট্রেলিয়াকে, গড়ে ফেলল ইতিহাসও।
এনইউ/এটি