সোয়া সাতটায় শুরু ম্যাচ, কাটা হচ্ছে না ওভার
সিরিজ জয়ের মিশনে শুক্রবার সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। পিছিয়ে যায় টসের সময়।
অবশেষে সন্ধ্যা সাতটায় হচ্ছে টস। এর ১৫ মিনিট পরই শুরু হবে ম্যাচ। খেলা হবে পুরো ২০ ওভার।
বিজ্ঞাপন
সিরিজ জয়ের মিশনে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। বিকেল থেকে শুরু হয়ে যেন থামতেই চাইছিল না।
দফায় দফায় পিচের কাভার তুলেও ফের ফেরাতে হচ্ছিল সেটা। তাতে পিছিয়ে যায় টসের সময়। বিকেল সাড়ে পাঁচটায় টস হওয়ার কথা থাকলেও হয়নি। বাড়ছিল কেবল অপেক্ষা। জাগছিল ম্যাচ নিয়ে শঙ্কা।
বিজ্ঞাপন
তবে সন্ধ্যা সাড়ে ছয়টায় বৃষ্টি থামতেই মাঠকর্মীরা নেমে পড়েন মাঠ খেলার উপযোগী করতে। বেশিক্ষণ লাগেনি তাদের। কিছুক্ষণ পরই মাঠ পরিদর্শনে আসেন দুই আম্পায়ার। তারা মাঠ দেখে হন সন্তুষ্ট।
অবশেষে সন্ধ্যা সাতটায় হচ্ছে টস। এর ১৫ মিনিট পরই শুরু হবে ম্যাচ। প্রায় এক ঘণ্টা পর ম্যাচ শুরু হলেও তাতে কমছে না ওভার। খেলা হবে পুরো ২০ ওভার। এই ম্যাচ জিততে পারলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২৩ রানে জেতে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জয় পায় পাঁচ উইকেটে। এবার দুই সুযোগ দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার।
এমএইচ/এনইউ