হ্যাটট্রিক করেও বাদ এলিস, বাংলাদেশের একাদশ একই
আগের ম্যাচেই স্বপ্নের অভিষেক অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের। টি-টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই হ্যাটট্রিক করেন তিনি। তবে সে ম্যাচে পেরে ওঠেনি অজিরা। বাংলাদেশের কাছে হারে ১০ রানে। এতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শুরুর ৩ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা। হ্যাটট্রিক করেও আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে বাদ পড়েছেন এলিস।
বাংলাদেশ দলে অবশ্য কোনও পরিবর্তন নেই। আগের একাদশ নিয়েই মাঠে নামছে টাইগাররা।
বিজ্ঞাপন
বাংলাদেশ দলে অবশ্য কোনও পরিবর্তন নেই। আগের একাদশ নিয়েই মাঠে নামছে টাইগাররা। যদিও কিছুতেই ওপেনিং জুটিতে সফলতা আসছে না স্বাগতিকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুর তিন ম্যাচে টাইগারদের সর্বোচ্চ উদ্বোধনী জুটি ১৫ রানের। সৌম্য সরকার আর নাঈম শেখ আস্থার প্রতিদান রাখতে পারছেন না। তবুও এই দুই ব্যাটসম্যানের ওৃপর আস্থা রেখেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট।
এদিকে অজি শিবিরে এসেছে দুই পরিবর্তন। নাথান এলিসের পরিবর্তে সুযোগ পেয়েছেন অ্যান্ড্রু টাই। স্পিন শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে মিশেল সোয়েপনকে। যদিও তাকে জায়গা দিতে বাদ পড়েছেন লেগ স্পিনার অ্যাডম জাম্পা।
বিজ্ঞাপন
টিআইএস/এমএইচ