মায়ের সঙ্গে সানোয়ার হোসেন/ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের মা লুৎফা হোসেন লাইলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (০৭ আগস্ট) দিবাগত রাত ১ টার দিকে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান সানোয়ার হোসেনের মা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

রোববার (০৮ আগস্ট) বাদ জোহর নগরীর বড় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে নগরীর কালীবাড়ি গোরস্তানে চিরনিদ্রায় শায়িত করা হয় সাবেক এই ক্রিকেটারের মা-কে। ব্যক্তিজীবনে লুৎফা হোসেন অত্যন্ত পরোপকারী ও ক্রিকেট অনুরাগী ছিলেন।

সানোয়ার হোসেনের ফুফাতো ভাই ফারুক খান পাঠান ঢাকা পোস্টকে জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সানোয়ার হোসেনের মা লুৎফা হোসেন লাইলী৷ শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে নগরীর নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (কোয়াব)। কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এটি/টিআইএস/এনইউ