মুস্তাফিজের উইকেট উদযাপন/বিসিবি

বাংলাদেশ সফরে এসে মাঠের লড়াইয়ে একেবারেই সুবিধা করতে পারছে না অস্ট্রেলিয়া। উইকেট আর টাইগার বোলারদের মোকাবিলায় রীতিমতো নাস্তানাবুদ অজিরা। সফরকারীদের সবথেকে বেশি ভোগাচ্ছেন মুস্তাফিজুর রহমান। প্রতি ম্যাচেই মাঠে নামার আগে মুস্তাফিজকে নিয়ে বাড়তে পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। তবে মুস্তাফিজ এতোটাই অপ্রতিরোধ্য যে, সফল হচ্ছেন না তারা।

পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টির পর এই পেসারকে নিয়ে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ডেন ক্রিস্টিয়ান বলেন, ‘এই ম্যাচের আগে আমরা তাকে (মুস্তাফিজ) খেলার নানা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। তাকে সামনের পায়ে খেলব নাকি পেছনের পায়ে, অফ সাইডে খেলব নাকি লেগ সাইডে এসব নিয়ে কথা হয়েছে।’

সঙ্গে যোগ করেন তিনি, ‘তার বলে এত কিছু হয়, পিচেও বল উঠা-নামা করে। তার বল কেমন হবে, বোঝার উপায় নেই। সামনের পায়ে তাকে খেলা সত্যিই কঠিন, কারণ কোনো বল টার্ন করবে, কোনোটি বাউন্স।’

গোটা সিরিজ জুড়ে অজি ব্যাটসম্যানদের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছেন মুস্তাফিজ। সিরিজের চতুর্থ ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে মাত্র ১০৪ রানের পুঁজি পায় বাংলাদেশ দল। এতো স্বল্প রানেও পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলেছিলেন মুস্তাফিজ। কাটার আর স্লোয়ারে বাজিমাত করে মাত্র ৪ ওভার বল করে ৯ রান দিয়ে নেন ২ উইকেট।

মুস্তাফিজকে মূল্যায়ন করতে গিয়ে ক্রিস্টিয়ান বলেন, ‘অবশ্যই আমরা কোনো সমাধান বের করতে পারিনি। কারণ এই ম্যাচেও সে ওভারপ্রতি মাত্র ২ রান করে দিয়েছে। সত্যিই দুর্দান্ত বোলিং, কন্ডিশনটাকে নিজের পক্ষে দারুণভাবে কাজে লাগাচ্ছে সে।’

টিআইএস/এটি/এনইউ