সরকারের অপেক্ষা না করে টিকা কিনবে বিসিবি
ছবি : সংগৃহীত
চলতি মাসের শেষদিকে বাংলাদেশে আসবে করোনাভাইরাসের টিকা। অক্সফোর্ডের উদ্ভাবিত এই টিকা ভারতের সেরাম ইন্সিটিটিউট থেকে বাংলাদেশে আসবে বেক্সিমকো ফার্মার মাধ্যমে। ফেব্রুয়ারি থেকেই অগ্রাধিকার ভিত্তিতে দেশে করোনার টিকা দেয়ার কর্মসূচি চালু হওয়ার কথা।
তবে সরকারের অপেক্ষা করতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের টাকাতেই টিকা কিনতে চান তারা। দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি সুজন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘যখনই দেশে বেসরকারিভাবে টিকা বিক্রি শুরু হবে, দেরি না করে বিসিবি তখনই টিকা কিনবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বেক্সিমকোর করপোরেট সেলের আওতায় আমরা এটা কিনব।’
সরকারের অগ্রাধিকার তালিকায় জাতীয় দলের ক্রিকেটাররা থাকলেও নেই বাকিরা। ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে করোনার টিকা দিতেই মূলত বেসরকারিভাবে টিকা কেনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও ঠিক কী পরিমাণ টিকা কিনবে বিসিবি, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
এই ব্যাপারে প্রধান নির্বাহী বলেন, ‘সরকারের অগ্রাধিকার তালিকায় জাতীয় দলের ক্রিকেটাররা আছেন। কিন্তু খেলা, অনুশীলনের সঙ্গে আরও যাঁরা সম্পৃক্ত, তাঁরা নেই এবং তাঁদের থাকার কথাও নয়। সে জন্যই এই সিদ্ধান্ত।’
এমএইচ/এটি