সস্তায় পেয়েও রোনালদোকে দলে না টানায় আফসোস নেই বার্সার
ছবি : সংগৃহীত
গত এক যুগ ধরে ফুটবল বিশ্বে ক্রিশ্চিয়ানো রোনালদো সবার কাছেই এক বিস্ময়ের নাম। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন সম্ভাব্য প্রায় সব শিরোপা। ক্যারিয়ারের সেরা সময়ে বিশ্বের যেকোনো দলই তাকে দলে ভেড়াতে চাইতো।
তবে এবার রোনালদোকে দলে ভেড়ানো নিয়ে অবাক করা তথ্য দিয়েছেন বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লোপার্তো। ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়েও কম দামে রোনালদোকে দলে ভেড়ানোর সুযোগ পেয়েছিলেন তারা। এমনই দাবি বার্সার সাবেক এই সভাপতির।
বিজ্ঞাপন
২০০৩ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি থেকে ১৯ মিলিয়ন ইউরোতে রোনালদোকে দলে ভেড়ায় ম্যান ইউ। ওই সময় ১৭ মিলিয়নে রোনালদোকে দলে নেওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। তবে সেটি তারা নাকচ করে দেন বলে জানান লাপোর্তা।
তিনি বলেন, ‘আমরা রোনালদো ও রাফা মার্তিনেজকে সাইন করানোর খুব কাছে গিয়েছিলাম। তার একজন অ্যাজেন্ট আমাদেরকে বলেছিল একজন ফুটবালরকে ১৯ মিলিয়নে ইউনাইটেড কিনে নিচ্ছে। কিন্তু তারা আমাদের কাছে তাকে ১৭ মিলিয়নে ছাড়তে রাজি আছে।’
বিজ্ঞাপন
রোনালদোকে না নেয়ার কারণও জানিয়েছেন বার্সেলোনার হয়ে আগামী নির্বাচনে সভাপতি প্রার্থী লাপোর্তা। মূলত ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহোর ওপর বিনোয়োগ করাতেই রোনালদোকে দলে নেয়নি বার্সেলোনা এমনটিই জানিয়েছেন তিনি।
লাপোর্তা বলেন, ‘আমরা তখন রোনালদিনহোর ওপর বিনোয়োগ করেছি। ক্রিশ্চিয়ানো কিছুটা দূরে খেলে মধ্যভাগের চেয়ে। আমাদের মনে হয়েছিল আমাদের সেটা পূরণ হয়ে গেছে। তাই আমরা রোনালদোকে নেইনি। এবং আমার সেটার জন্য আফসোস নেই।’
এমএইচ