শীর্ষে ওঠার লড়াইয়ে নামছেন জামালরা
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দল কলকাতা মোহামেডান বৃহস্পতিবার আই লিগের দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সের মুখোমুখি হবে। কল্যাণী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রথম রাউন্ড শেষে চার্চিল ব্রাদার্স, পাঞ্জাব, পুনে ও মোহামেডান তিন পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। গোল ব্যবধানে সবার শীর্ষে অবস্থান করছে চার্চিল ব্রাদার্স। আগামীকাল লিগের দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সকে হারাতে পারলে জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডানের সামনে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।
দুপুরে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মোহামেডানের কোচ হোসে জেভিয়া বলেন, ‘আমরা জয়ের ধারা অব্যাহত রাখতে চাই। চার্চিল ব্রাদার্স আই লিগের অন্যতম শক্তিশালী দল। তারা আইএসএলের লক্ষ্যে খেলছে। আমরা স্বাভাবিক খেলা খেলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
আগের ম্যাচে একাদশে ছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। খেলেছেন ৮৭ মিনিট পর্যন্ত। চার্চিলের বিরুদ্ধে ম্যাচেও জামাল খেলছেন বলে জানা গেছে।
প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়া। বুধবার দ্বিতীয় ম্যাচের আগে ছিলেন কলকাতা মোহামেডানের অধিনায়ক ইজি কিংসলে।
বিজ্ঞাপন
৯ জানুয়ারি লিগের প্রথম ম্যাচে ফয়সাল আলির একমাত্র গোলে কলকাতা মোহামেডান দিল্লির সুদেভা এফসিকে হারায়। অন্য দিকে একই দিন চার্চিল ব্রাদার্স ৫-২ গোলে ইন্ডিয়ান অ্যারোসকে পরাজিত করে।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন