বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছে চার ম্যাচ আগে। করোনার ঘটা করে উদযাপন পারেনি বসুন্ধরা কিংব। তাদের শিরোপা জয়ের ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ পরই ঢাকা আবাহনীর ম্যাচ। এজন্য দ্রুত মাঠ ও ড্রেসিং রুম ছেড়ে টিম বাস ধরেছে বসুন্ধরা কিংস।
 
শিরোপা জয়ের পর দলটির কোচ অস্কার ব্রুজন বলেন, ‘এই সাফল্যের জন্য খেলোয়াড় ও ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এমন সাফল্য আমাদের এএফসি কাপে ভালো করতে অনুপ্রেরণা যোগাবে।’
 
বসুন্ধরা কিংস গত বছর এএফসি কাপে প্রথম ম্যাচে মালদ্বীপের দলকে ৫-১ গোলে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে করোনার জন্য টুর্নামেন্ট বাতিল হয়ে যায়। এবার এক দফা স্থগিতের পর পুনরায় হচ্ছে টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় ব্রুজনের কণ্ঠে, ‘আমাদের লিগের প্রাপ্তি হয়েছে। এখন পুরো মনোযোগ এএফসি কাপে। আজ থেকে আনুষ্ঠানিকভাবে এএফসি কাপের কাজ শুরু হবে।’ 

এএফসি কাপ নিয়ে আশাবাদী ব্রুজন, ‘এএফসি কাপে ভারত ও মালদ্বীপের শক্তিশালী দল রয়েছে। আমরা ক্লাব দল গেলেও পুরো বাংলাদেশের সমর্থন পাবো। আমরা ক্লাব দল হলেও সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব।’
 
১২ তারিখ ভোর রাতে মালের জন্য রওনা হবে কিংস। ওই দিন বিকেলে কিংসের আরামবাগের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। আগে ওই ম্যাচ নিয়ে প্রতিবাদ জানালেও এখন কিছুটা কণ্ঠস্বর নরম অস্কারের, ‘ফেডারেশনের সিদ্ধান্তকে আমরা মেনে নেই। ম্যাচের কিছুক্ষণ পর ফ্লাইট থাকায় ভ্রমণ ক্লান্তির বিষয় রয়েছে। এরপরও আমরা ম্যাচটি খেলব।’
 
বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মণ বেশ তৃপ্ত দলকে শিরোপা জিতিয়ে। তিনি বলেন, ‘আমরা ১১ মাস কষ্ট করেছি। শুধু এই ট্রফির জন্য। ক্লাব আমাদের সম্পূর্ণ সহযোগিতা ও সম্মান করেছে। আমরা ক্লাবকে ট্রফি দিতে পেরে খুশি। এখন এএফসি কাপেও ভালো কিছু করতে চাই।’  

এজেড/এমএইচ