সাকিব আল হাসান বাইশ গজে নামবেন আর রেকর্ড বই নিয়মিত বদলাবে, এটিই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব ক্রিকেটে অজস্র অর্জনের সাক্ষী তিনি। নিজের করে নিলেন আরও একটি রেকর্ড। প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০০ রান এবং ১০০ উইকেট নিয়েছেন সাকিব।

টি-টোয়েন্টি ফরম্যাটে হাজার রানের গণ্ডি আগেই পার করেছেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে ৯৮ উইকেটের মালিক ছিলেন তিনি। এদিন খেলতে নেমে বল হাতে ছড়ি ঘোরান এই বাঁহাতি স্পিনার। মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।

ম্যাচশেষে সাকিব জানালেন, মাঠে নামার আগে রেকর্ড বইতে চোখ রাখেন তিনি। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ায় তালিকায় সাকিব দ্বিতীয় বোলার। তার আগে এই অর্জন আছে শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার। তবে সাকিব মনে করিয়ে দিলেন, মালিঙ্গা শুধু ১০০ (১০৭) উইকেটের মালিক, ১০০০ রানের কোটা পার করেননি।

সাকিব বলেন, ‘আমি জানি না আর কেউ করেছে কী না! মালিঙ্গার তো ১ হাজার রান নেই। হ্যাঁ, মাঝেমাঝে রেকর্ডে চোখ রাখি!’

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনবদ্য পারফরম্যান্সে সিরিজ সেরার পুরষ্কার উঠেছে সাকিবের হাতে। শেষ ম্যাচে মাত্র ৯ রান খরচ করে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনি।

নিজের পাফফরম্যান্স নিয়ে সাকিব জানালেন, ‘আমি এখনও খেলাটা উপভোগ করছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সহায়তা ছাড়া এই অর্জন সম্ভব হত না। জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজেই আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। হ্যাঁ, উইকেট কঠিন ছিল। কিন্তু আমরা স্নায়ু ধরে রেখে দলগত পারফর্ম করেছি।’

টিআইএস