জুয়েলের হ্যাটট্রিকে আবাহনীর বড় জয়
লিগের শিরোপা আগেই হাতছাড়া হয়েছে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডের। এখন তাদের লক্ষ্য রানার্স আপ হওয়ার। ওই লক্ষ্যে খেলতে নেমে এবার আরামবাগের জালে এক ডজন গোল দিল তারা। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জুয়েল রানার হ্যাটট্রিকের সুবাদে ঢাকা আবাহনী ৬-১ গোলে হারায় মতিঝিল পাড়ার দলটিকে।
এই জয়ে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শেখ জামালকে পেছনে ফেলে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো ঢাকা আবাহনী। অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতেই থাকল এক ম্যাচ কম খেলা আরামবাগ ক্রীড়া সংঘ।
বিজ্ঞাপন
ম্যাচের শুরু থেকেই এক তরফাভাবে আরামবাগের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে আবাহনী। ১৯ মিনিটে গোল করে আবাহনীকে এগিে য় দেন জুয়েল রানা। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুন করেন এই মিডফিল্ডার। ম্যাচের ৪২ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা গোল করলে আবাহনীর এগিয়ে যাওয়ার ব্যবধান দাঁড়ায় ৩-০ তে। ৬৮ মিনিটে ফয়সাল আহমেদ শিতল গোলের হালি পূর্ণ করেন।
৭৯ মিনিটে আরামবাগের হয়ে এক গোল শোধ দেন উজবেকিস্তানের মিডফিল্ডার দিলশদ নাজিরভ। ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিলেও আর ফিরতে পারেনি মতিঝিল পাড়ার ক্লাবটি। বরং বাকি সময়ে আরও দুই গোল হজম করে তারা। ৮৮ মিনিটে আবাহনীর আরেক মিডফিল্ডার সোহেল রানা ব্যবধান আরও বাড়িয়ে দেন। ম্যাচের অন্তিম সময়ে দলের ষষ্ঠ এবং নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন জুয়েল রানা। লিগের প্রথম পর্বে আরামবাগকে ৪-০ গোলে হারিয়েছিল আবাহনী।
বিজ্ঞাপন
এজেড/এমএইচ