লর্ডস টেস্টে রোহিতের আক্ষেপ, রাহুলের ব্যাটে রান
টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মাঠে নেমেছে দুই দল ইংল্যান্ড ও ভারত। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। সে ম্যাচে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। আজ (বৃহস্পতিবার) সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারি ভারত। লর্ডসে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যটিংয়ে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ছুটছে অধিনায়ক বিরাট কোহলির দল।
বৃষ্টি বিঘ্নিত লর্ডস টেস্টের শুরুর দিন আশা জাগিয়েও সেঞ্চুরি বঞ্চিত থাকতে হয় রোহিতকে। জেসম অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পুজারাকে উইকেটে থিতু হতে দেননি ৩৯ বছর বয়সী এই পেসার। রোহিত ৮৩ রানে আউট হলেও আরেক ওপেনার রাহুল সেঞ্চুরির পথে হাঁটছেন। এই প্রতিবেদন লেখার সময় তৃতীয় সেশনে ২ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২১৪ রান। রাহুল ৮৭ ও কোহলি ২১ রানে ব্যাট করছেন।
বিজ্ঞাপন
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ভারত। উদ্বোধনি জুটিতেই একশো রান পার করেন রোহিত-রাহুল। তাদের ওপেনিং জুটি থামে ১২৬ রানে। ৮৩ রানে থাকা রোহিতকে ফেরান অ্যান্ডারস। আউট হওয়ার আগে ১৪৫ বলের ইনিংসটি রোহিত সাজান ১১টি চার ও ১টি ছয়ের মারে। সুবিধা করতে পারেননি পুজারা। মাত্র ৯ রান করে আউট হন তিনি।
১৫০ রানে ২ উইকেট হারিয়ে ভারত রাহুল আর অধিনায়ক কোহলির ব্যাটে ইংলিশ বোলারদের শাসন করছে।
বিজ্ঞাপন
টিআইএস