বাংলাদেশ এইচপি দল/বিসিবি

জাতীয় দলের উপযোগী করে খেলোয়াড় প্রস্তুতের লক্ষ্যে বেশ কয়েকবছর ধরে হাই পারফরম্যান্স ক্যাম্প পরিচালনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। করোনাভাইরাসের কারণে থমকে ছিল পাইপলাইন সমৃদ্ধ করার কাজ। অবশেষে আবার আলোর মুখ দেখছে এইচপির কার্যক্রম। চট্টগ্রামে আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে এইচপি ক্যাম্প।

বিসিবির গেম ডেভলপমেন্টের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার ঢাকা পোস্টকে বলেন, ‘আগামী ১৬ আগস্ট থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে আমাদের এইচপির কার্যক্রম। প্রায় দুই মাসের মতো চলবে এবারের ক্যাম্প। শুরুতে স্কিল ট্রেনিং এরপর জাতীয় দলের খেলোয়াড় দিয়ে তৈরি এ দলের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলবে এইচপির খেলোয়াড়রা।’

১৬ আগস্ট থেকে ক্যাম্প শুরু হলেও প্রথম দিকে পাওয়া যাবে না এইচপির হেড কোচ টবি র‍্যাডফোর্ডকে। ২০ আগস্টের দিকে বাংলাদেশে আসার কথা আছে তার। তার আগে পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েকে দেখভাল করবেন খেলোয়াড়দের। এরই মধ্যে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি।

এইচপির এই ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল গত জুলাই মাসের শুরুর দিকে। তবে করোনাভাইরাস জনিত কারণে সেটি সম্ভব হয়নি। আগের এইচপি স্কোয়াডের সদস্য ছিল ২৬ জন। এবার সেটি কমে দাঁড়াচ্ছে ২২ জনে। আগের স্কোয়াড থেকে অনেকেই বাদ পড়ছেন এবার। নতুন করে সুযোগ পাচ্ছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো কয়েকজন ক্রিকেটার।

আগামীকাল (শনিবার) ও ১৬ আগস্ট দুটি করোনাভাইরাস পরীক্ষার পরই শুরু হবে পাইপলাইন তৈরির মূল কার্যক্রম। নিউজিল্যান্ড দল মিরপুরে সিরিজ খেলায় এবার ক্যাম্প হবে চট্টগ্রামে। সেখানে শুরুতে স্কিল ট্রেনিংয়ের পর ৩টি ওয়ানডে ২টি চারদিনের ম্যাচ খেলবে এইচপি দল।

টিআইএস