কথায় আছে ক্যাচ মিস তো ‘ম্যাচ মিস’। অল্পের জন্য প্রথম টেস্ট হারের পর ক্যাচ মিসের আফসোসে পুড়ছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। চতুর্থ দিনের শেষ সেশনের খেলায় পাকিস্তানের ফিল্ডাররা তিনটি ক্যাচ ফেলেন যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে।

যদিও দলটির অধিনায়ক বাবর আজমের দাবি তারা তাদের শতভাগ দিয়েই খেলেছেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচগুলো না ফেললে ম্যাচের ফলাফল অন্যরকম হতো বলে মনে করেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘ফাইনাল সেশনে আমাদের কয়েকটি সুযোগ এসেছিল। আমরা সুযোগ কাজে লাগাতে পারলে ফলাফল অন্যরকম হতে পারতো।’ 

দলীয় ১৪৯ রানে ৮ উইকেট হারিয়ে তখন ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ক্যারিবীয়দের প্রয়োজন মাত্র ১৯ রান। শাহীন আফ্রিদিকে পুল করতে গিয়ে সহজ ক্যাচ তুলে দেন রোচ। এমন বাঁচা মরার মুহূর্তে স্কোয়ার লেগে কেমার রোচের সহজ ক্যাচ ফেলেন হাসান আলি। প্রায় পুরো ম্যাচ জুড়ে অনেকটা এমনই ছিল পাকিস্তানী ফিল্ডারদের চিত্র। 

বাবর বলেন, ‘যখন আপনি নিয়মিত বিরতিতে ক্যাচ ফেলবেন ম্যাচের পরিস্থিতি বদলে যায়। আমাদের সুযোগ এসেছিল কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। আমরা ভালো কিছু ক্যাচ ধরেছি আবার কিছু ক্যাচ ছেড়েছি। আপনি কিছু ক্যাচ ধরলেন আর কিছু ছাড়লেন এভাবে আপনি ম্যাচ জিততে পারবেন না।’

হারের প্রধান কারণ হিসেবে ক্যাচ মিসকে দায়ী করলেও ভালো জুটির অভাবও পাকিস্তানকে ভুগিয়েছে বলে দাবি পাক অধিনায়কের। তিনি বলেন, ‘যখন আপনি অল্প সময়ের ব্যবধানে একাধিক উইকেট হারাবেন বড় রান করাটা অনেক কঠিন হয়ে যায়।’

ব্যাটসম্যানরা আশানুরূপ পারফরম্যান্স করতে না পারলেও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাবর। তারা পরবর্তী খেলায়ও তাদের এই ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি। জ্যামাইকায় ২০ আগস্ট সিরিজের দ্বিতীয় এবং সর্বশেষ টেস্ট শুরু হবে।

এআইএ/এমএইচ