তালেবানরা ক্রিকেট ভালোবাসে, তাদের আমলেই ক্রিকেটের প্রসার
আফগানিস্তানে তালেবানদের হাতে ক্ষমতা যাওয়া এখন সময়ের ব্যাপার। ইতোমধ্যেই ক্ষমতা ছেড়েছে আশরাফ গনি সরকার। নতুন সরকার গঠনের প্রস্তুতিও চলছে। কিন্তু ইসলামি ভাবধারার গোষ্ঠীটির শাসনামালে দেশটির ক্রিকেটের কী হবে এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় অনেকের মনে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেশটির অংশ নেওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। তবে আপাতত এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাদের কাজে বাধা হচ্ছে না তালেবানরা।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘তালেবান ক্রিকেট ভালোবাসে। খেলাটিকে তারা শুরু থেকেই সমর্থন দিয়েছে। আফগানিস্তান ক্রিকেটের কোনো কাজেই তারা কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। তাদের হস্তক্ষেপের কোনো সম্ভাবনা দেখি না। আমার মনে হয় উল্টো তাদের সমর্থন থাকবে। আমাদের ক্রিকেটকে সামনে এগিয়ে নেবে তারা।’
তালেবানদের পূর্ববর্তী শাসনামলেই ক্রিকেটের উন্নতি হয়েছিল জানিয়ে হামিদ শিনওয়ারি বলেছেন, ‘তালেবানদের শাসনামালেই আফগানিস্তানে ক্রিকেটের প্রসার হয়েছিল। আমাদের অনেক খেলোয়াড় পেশোয়ারে প্র্যাকটিস করার সুযোগ পায় এবং তারাই আফগানিস্তানের খেলাটা মূলধারায় নিয়ে আসে।’
বিজ্ঞাপন
ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে এসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘বাইরে খেলছে এমন চার-পাঁচজন ক্রিকেটাররা ছাড়া বাকিরা সবাই দেশেই আছে। তারা নিরাপদে এবং ভালো আছে।’
এমএইচ