২২ দিন পর হাসপাতাল ছাড়লেন কামরুজ্জামান
দেশের প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া সাংবাদিকতার অগ্রদূত মুহাম্মদ কামরুজ্জামান আজ (সোমবার) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। গত ২৬ জুলাই রাজধানীর ল্যাব এইড হাসপাতালে শারীরিক দুর্বলতা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি। ২২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ছাড়া পান তিনি।
কামরুজ্জামানের ভাগ্নে অ্যাডভোকেট পারভেজ তার ছাড়া পাওয়ার বিষয়ে বলেন, ‘আজ দুপুরের পর মামা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন হাসপাতালের কাছেই সেন্ট্রাল রোডে উনার বোনের বাসায় রয়েছেন। আমার খালা-খালু তার দেখাশোনা করছেন।’
বিজ্ঞাপন
কামরুজ্জামান নিম্ন রক্তচাপ ও শরীরের দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকের পরামর্শে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তেমন জটিল কিছু ধরা পড়েনি। ৮০ বছর বয়সী কামরুজ্জামানের কিছুটা স্মৃতিভ্রম হচ্ছে বলে ধারণা তার পরিবারের সদস্যদের।
হাসপাতাল থেকে ছাড় পাওয়ার পর তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে তার ভাগ্নে বলেন, ‘এখন মামা অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক। ২২ দিন হাসপাতালে থাকার ধকল কিছুটা রয়েছে। পাশাপাশি মামার বয়সও হয়েছে অনেক। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলবেন।’
কিছুদিন আগে কামরুজ্জামানের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করোনা পজিটিভ হওয়ায় সেটা আরও দেরি হয়। দেশের ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তিনি। দেশের প্রথম বিভাগ ফুটবল ও ক্রিকেট লিগে রেকর্ড রয়েছে তার।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ পদক ব্লুও পেয়েছেন। পড়াশোনা শেষ করার পর ক্রীড়া সাংবাদিকতা পেশা হিসেবে বেছে নেন। দৈনিক বাংলার ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। ক্রীড়া সাংবাদিকতা ছেড়ে দেওয়ার পরও বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনে লেখালেখি চালিয়ে গেছেন। ক্রীড়া সাংবাদিকতা তার অবদানের জন্য সম্প্রতি শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন তিনি।
এজেড/এমএইচ