লাবুশেনের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া
শতক ছোঁয়ার পর লাবুশেন /ছবি: সংগৃহীত
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া: ২৭৪/৫, ৮৭ ওভার (লাবুশেন ১০৮, ওয়েড ৪৫, পেইন ৩৮*; নাটরাজন ২/৬৩, সিরাজ ১/৫১)
বিজ্ঞাপন
সীমিত ওভারের সিরিজের পর ৪ ম্যাচ টেস্ট সিরিজের লড়াইয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ভারত। আগের ৩ ম্যাচে একটি ড্র ও সমান একটি করে ম্যাচ জিতেছে দুই দল। এবার সিরিজ নির্ধারণী চতুর্থ ও শেষ টেস্টে মুখোমুখি। ব্রিসবেনে শুরু হওয়া ম্যাচে মার্নাস লাবুশেনের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ২৭৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে অজিরা।
চোটেজর্জর ভারত দল একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামে। তবে শুরুতে টস ভাগ্য কথা বলেনি আজিঙ্কা রাহানের হয়ে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন। দলের হয়ে ইনিংস শুরু করতে নেমে সুবিধা করতে পারেননি অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও মার্কোস হ্যারিস। ১ রানে থাকা ওয়ার্নারকে ফেরান মোহাম্মদ সিরাজ। ৫ রানে মাথায় হ্যারিসকে প্যাভিলিয়নের পথ দেখান ভারতের আরেক পেসার শার্দুল ঠাকুর।
বিজ্ঞাপন
১৭ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়ার ইনিংস মেরামতের দায়িত্ব নেন লাবুশেন। স্টিভ স্মিথের সঙ্গে ৭০ রানের জুটি গড়েন তিনি। তবে এদিন নিজের ইনিংস বড় করতে পারেননি স্মিথ। ফিরেছেন ৩৬ রান করে। এরপর ম্যাথু ওয়েড ৪৫ রান করে আউট হলে অন্যপ্রান্ত ধরে খেলেন লাবুশেন। তুলে নেন এ ফরম্যাটে নিজের চতুর্থ সেঞ্চুরি।
১০৮ রান করে আউট হন লাবুশেন। নিজের দ্বিতীয় শিকার বানিয়ে তাকে ফেরান নাটরাজন। বাকি সময় অস্ট্রেলিয়াকে আর কোনো বিপদে পড়তে দেননি পেইন ও ক্যামেরুন গ্রিন। পেইন অপরাজিত আছেন ৩৮ রান করে। শনিবার দ্বিতীয় দিনে গ্রিন ব্যাট করতে নামবেন ২৮ রান নিয়ে। দিন শেষে ৫ উইকেট হারানো অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৭৪ রান।
এদিকে এই ম্যাচে চোটে পড়েছেন ভারতের আরেক ক্রিকেটার। নিজের অষ্টম ওভারে বল করতে এসে কুঁচকিতে টান লাগে নবদীপ সাইনির। সেই ওভার শেষ না করেই মাঠ ছেড়ে বের হয়ে যান তিনি।
টিআইএস/এটি/এনইউ