ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলার স্বপ্নটা ফিকে হয়ে গেল রিয়াল মদ্রিদের। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-২ গোলের ব্যবধানে হেরেছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নরা। বিলবাওয়ের হয়ে দুটি গোলই করেছেন রাউল গার্সিয়া। এই জয়ের ফলে আগামী রোববার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে বিলবাও।

আগের দিন স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল সোসিয়াদেদাদের বিপক্ষে জয় পায় বার্সেলোনা। প্রথম সেমিফাইনাল জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে তারা। দ্বিতীয় সেমিফাইনালে বিলবাওয়ের বিপক্ষে রিয়াল জিতলে মৌসুমে আরেকটি এল ক্লাসিকোর স্বাদ পেতো সমর্থকরা। তবে বিলবাওয়ে আটকে ফাইনালের স্বপ্ন ফিকে হয়ে গেছে কোচ জিনেদিন জিদানের দলের।

এদিন গোটা ম্যাচ জুড়ে অধিকাংশ সময়ই বল নিজেদের দখলে রাখে রিয়াল। তবে প্রথমার্ধের আক্রমণ ধারালো ছিল না তাদের। শেষদিকে কিছুটা আগ্রাসী হলে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ভিনিসিউস-বেনজেমারা।

নিজেদের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই খেই হারিয়ে বসে রিয়াল। লুকাস ভাসকেসের ভুলের সুযোগ নেন গার্সিয়া। দানি গার্সিয়ার বাড়ানো বল ঠাণ্ডা মাথায় রিয়ালের জালে জড়িয়ে দেন রাউল গার্সিয়া। ১-০ তে এগিয়ে যায় বিলবাও। মিনেট বিশেক পর আবার কপাল পোড়ে স্বাগতিকদের। ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় বিলবাও। সেটিকেও গোলে পরিণত করতে ভুল করেননি গার্সিয়া। এতে প্রথমার্ধেই ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল।

দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও খেলায় ফিরতে পারেনি রিয়াল। ম্যাচের ৭৩ মিনিটের মাথায় করিম বেনজেমা একটি গোল শোধ দিলেও লাভ হয়নি তাতে। হারের ব্যবধানটাই কমেছে শুধু। যদিও বেনজেমার সেই গোলটিও অফসাইডের ডাক দিয়েছিলেন ম্যাচ রেফারি, তবে ভিএআরের কল্যাণে সেই সিদ্ধান্ত বাতিল হয়।

ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণ চালালেও ফায়দা তুলতে পারেনি রিয়াল। শেষপর্যন্ত ১-২ গোলের ব্যবধানে হেরে স্প্যানিশ সুপার কাপের এবারের আসরকে বিদায় বলতে হয় তাদের। এই ম্যাচ জয়ের ফলে আগামী রোববার শিরোপা লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে বিলবাও।

টিআইএস