আজ রোববার থেকে শুরু হয়েছে ওয়ালটন ডিআরইউ ইনডোর গেমস। প্রথম দিনে দাবা খেলা অনুষ্ঠিত হয়। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিত খেলায় মোরসালিন আহমেদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এটি ডিআরইউ দাবায় তার ১৬তম শিরোপা।

মোরসালিন আহমেদ নিজে দাবাড়ু ছিলেন। ক্রীড়া সাংবাদিকতায় বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানে কাজ করার পর সম্প্রতি তিনি দাবাভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল চেসবিডি.কম করেছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক ক্রীড়া সম্পাদকও। 

দাবায় রানার আপ হয়েছেন রেডিও টুডের মোশকায়েত মাশরেক ও তৃতীয় হয়েছেন মাহবুব আলম খান বাবু। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩১ জন সদস্য দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দাবা প্রতিযোগিতায় আরবিটার হিসেবে ছিলেন দাবা ফেডারেশনের মোহাম্মদ শামীম ও সাবেক দাবাড়ু ওমর ফারুক। 

আগামীকাল সকাল ১১টায় শুরু হবে কলব্রীজ প্রতিযোগিতা। অংশগ্রণকারীদের সকাল পৌনে এগারোটার মধ্যে ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার কাছে রিপোর্ট করতে হবে। আজ সকালে ওয়ালটন ডিআরইউ ইনডোর গেমসের উদ্বোধন হয়। 

এজেড/এটি