এটিকে মোহনবাগানের কাছে প্রথম ম্যাচ হেরেই খাদের কিনারে চলে গিয়েছিল ব্যাঙ্গালুরু এফসি। দ্বিতীয় ম্যাচে তাই জেতার বিকল্প ছিল না সুনীল ছেত্রীর দলের সামনে। 

বাঁচা মরার লড়াইয়ে বসুন্ধরাকে শেষদিকে চেপেই ধরেছিল ব্যাঙ্গালুরু। তবে শেষ রক্ষা হয়নি, গোলশূন্য ড্রয়ে তাদের বাধ্য করেছে বসুন্ধরা। তাতেই বিদায়ঘণ্টা বেজে গেছে দলটির। তাতে মাজিয়া এফসির বিপক্ষে শেষ ম্যাচটাও পরিণত হয়েছে কার্যত নিয়ম রক্ষার ম্যাচে।

এজন্যে ফরোয়ার্ড ছেত্রী পুড়ছেন হতাশায়। এএফসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা আসলেই হতাশার। কারণ আমরা এই টুর্নামেন্টকে সামনে রেখে কঠোর পরিশ্রম করেছিলাম।’

বিদায় তো আছেই, যেমন খেলে বিদায় নিয়েছে তাতে আফসোসটা আরও বাড়ছে ছেত্রীর। তার দল ব্যাঙ্গালুরু পুরো ম্যাচে বসুন্ধরার গোলমুখে নিয়েছে ১৪টি শট। কিন্তু লক্ষ্যে ছিল কেবল ৩টি। এ কারণেই হতাশার অন্ত নেই সুনীল ছেত্রীর। 

তিনি বলেন, ‘যদি আমরা আমাদের একটা সেট পিসও কাজে লাগাতে পারতাম, তাহলে পরিস্থিতিটাই বদলে যেতে পারত।’

তবে অতীত নিয়ে পড়ে থাকার পক্ষপাতী নন ভারত জাতীয় দলের অধিনায়ক। বলেন, ‘কিন্তু এখন এটা আমাদের মেনে নিতে হবে। আর পেছনে ফিরে তাকিয়ে দেখতে হবে, কোথায় আমরা উন্নতি করতে পারি, সেটা দেখতে হবে।’

এনইউ/এটি