ফুটবলাঙ্গন তো বটেই, পুরো ক্রীড়াঙ্গনে আজ (রোববার) আলোচনার বিষয় ছিল শেখ জামালের ফুটবলারদের মারামারি। গতকাল (শনিবার) শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ শেষে শেখ জামালের ফুটবলাররা মেজাজ হারিয়ে মারামারিতে জড়ান। ঘরোয়া ফুটবলে সাম্প্রতিক সময়ে ফুটবলারদের এভাবে মারামারিতে লিপ্ত হওয়ার ঘটনা খুবই কম।
 
ফুটবলারদের এই বিষয়গুলো ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নেয়। অনেক সময় ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত নিতে সময় ব্যয় করে। তবে শেখ জামালের আর দুটি ম্যাচ বাকি রয়েছে চলমান প্রিমিয়ার লিগে। তাই এই বিষয়ে খুব শীঘ্রই সভা হবে ডিসিপ্লিনারি কমিটির।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এই প্রসঙ্গে বলেন, ‘আমরা ইতোমধ্যে ম্যাচ ও ম্যাচ পরবর্তী ঘটনার ভিডিও ফুটেজ, মিডিয়া রিপোর্ট, রেফারি এবং ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছি। ডিসিপ্লিনারি কমিটি দ্রুততম সময়ের মধ্যে এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে।’ 

২০০৮ সাল থেকে বাফুফে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন মেজবাহ উদ্দিন। মেজবাহ উদ্দিন ডিসিপ্লিনারি কমিটির সভা এখনো ডাকেননি। শেখ জামাল প্রসঙ্গে খুব শীঘ্রই জরুরি সভা ডাকা হবে বলে জানা গেছে। 

এদিকে আজ দুপুরের দিকে বাফুফে সভাপতির সঙ্গে দেখা করেছেন গতকালের ম্যাচ খেলা দুই ক্লাবের কর্মকর্তা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের এবং ব্রাদার্সের ম্যানেজার আমের খান উভয়ই আজ বাফুফে সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এজেড/এটি/টিআইএস