আতঙ্কে দুই মিনিট পরই মনোযোগ সরে যাচ্ছে আফগান ক্রিকেটারদের
বর্তমানে ক্ষমতার পালাবদল দেখছে আফগানিস্তান। তালেবান শাসকরা যতই উদারনীতিবাদি কথাবার্তা বলে বেড়াক, প্রাণভয়ে কাঁপছে দেশটির বাসিন্দারা। একই বিষয় ঘটছে দেশটির ক্রিকেটারদের ক্ষেত্রেও। আফগান ক্রিকেট বোর্ড যতই ‘তালেবানরা ক্রিকেটের ক্ষতি করবে না’, বা ‘তারা ক্রিকেটপ্রেমী’ ইত্যাদি বলুন না কেন, দেশটির ক্রিকেটারদের মনে এখন ভর করে আছে আতঙ্ক, জানিয়েছেন দেশটির ক্রিকেটার নবীন উল হক।
তিনি নিজে বর্তমানে আছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তবে সতীর্থদের সঙ্গে বার্তা চালাচালি হচ্ছে ঠিকই। ফলে দেশে না থেকেও দেশের বর্তমান অবস্থা সম্পর্কে একটা আন্দাজ ঠিকই পাচ্ছেন আফগান এই পেসার।
বিজ্ঞাপন
ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আসন্ন সিপিএলকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত নবীন। খেলবেন গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে। তার আগে তিনি সাংবাদিকদের তিনি জানালেন, ‘আমাদের ক্রিকেটারদের প্রতি মুহূর্তের সঙ্গী এখন আতঙ্ক, তাদের চোখে-মুখে বিরাজ করছে আতঙ্কের ছাপ।’
তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেছিলেন, ‘আফগান ক্রিকেটকে ধ্বংস নয়, বরং উন্নতই করবে তালেবান!’ এরপর আফগান বোর্ডও কথা বলেছে তালেবানেরই সুরে। তবে সেসব কথায় ক্রিকেটারদের মনের অজানা আতঙ্ক দূর হওয়ার নয় আদৌ।
বিজ্ঞাপন
নবীন জানালেন, ‘তালেবান আমাদের দেশের দখল নেওয়ার পরে বলেছে, ক্রিকেটে নাকি তারা নাক গলাবে না। কিন্তু কী হবে কেউ জানে না। একমাত্র ক্রিকেটই আমাদের দেশের মানুষকে খুশি করতে পারে। আফগানিস্তানের মানুষের কাছে তাই এটা শুধুই খেলা নয়। সেই কারণে ক্রিকেট আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সেই অজানা আতঙ্কে এখন রীতিমতো মনোযোগ ধরে রাখাটাই দায় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেটারদের জন্য। নবীন বললেন, ‘দুই-এক মিনিট হয়তো সব কিছু ভুলে ক্রিকেটে মন দেওয়া যায়। কিন্তু এরপরই মধ্যেই আবার এই ভাবনাগুলো মাথায় ভিড় করে আসে। দেশে এমন উত্তাল পরিস্থিতি চলছে, এর মধ্যে মন দিয়ে ক্রিকেট খেলা কার্যত অসম্ভব।’
এনইউ