মাত্র একটি ড্র বসুন্ধরার স্বপ্নকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালের প্লে-অফ (ইন্টার জোনাল) খেলতে হলে আগামীকাল (মঙ্গলবার) জিততেই হবে বসুন্ধরা কিংসকে। অন্যদিকে প্রতিপক্ষ এটিকে মোহনবাগান ড্র করলেই খেলবে পরের পর্বে। এমন সমীকরণ নিয়ে মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন টি-স্পোর্টসের পর্দায়। 

এবার স্বাগতিক মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে হারিয়ে এএফসি কাপে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের যাত্রা শুরু হয়েছিল দারুণভাবে। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতের বেঙ্গালুরু এফসির সঙ্গে ড্র করে বিপাকে পড়ে তপু বর্মণরা। মোহনবাগান মাজিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জেতায় ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে, চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বসুন্ধরা। এই গ্রুপ থেকে কেবল চ্যাম্পিয়ন দল খেলবে আন্তঃআঞ্চলিক প্লে-অফের সেমিফাইনলে। ফলে আগামীকাল জিততে ব্যর্থ হলে বসুন্ধরা কিংসের বিদায় ঘন্টা বেজে যাবে। 

২০১৯ সালে আবাহনী লিমিটেড আন্তঃআঞ্চলিক প্লে-অফের সেমিফাইনালে উঠেছিল। উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের বিপক্ষে ঢাকায় ৪-৩ গোলে জিতে এবং কোরিয়ায় গিয়ে ২-০ গোলে হেরেছিল। দুই ম্যাচ মিলিয়ে ৫-৪ ব্যবধানে হেরে যায় আবাহনী।

সর্বশেষ ম্যাচে ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে বসুন্ধরার পারফরম্যান্সে অতটা ধার ছিল না। ব্যাঙ্গালুরুর ভারতীয় ফুটবলাররা বসুন্ধরার বাংলাদেশি ফুটবলারদের চেয়ে এগিয়ে ছিল পারফরম্যান্সে। মোহনবাগানের দলীয় শক্তি ব্যাঙ্গালুরুর চেয়ে বেশি। তবে এই ম্যাচে কার্ডের জন্য মোহনবাগানের বিদেশি ফুটবলার একজন কম থাকবে যা বসুন্ধরার জন্য বড় সুবিধা। তারা দুই ম্যাচে এখনো কোনো গোল হজম করেনি। তাদের রক্ষণ ও গোলকিপিং শক্তির জায়গা।  

দুই ম্যাচে বসুন্ধরার মাত্র দুই গোল। এর মধ্যে একটি আত্মঘাতী। বসুন্ধরার হয়ে একমাত্র গোলটি ব্রাজিলিয়ান রবসনের। আর্জেন্টাইন রাউল অস্কার বেসেরা আগের ম্যাচে ফ্লপ ছিলেন। রবসনের পারফরম্যান্সের উপরই মূলত নির্ভর করছে বসুন্ধরার আগামীকালের জয়। মালদ্বীপে এএফসি কাপে এখনো পর্যন্ত ছন্দে রয়েছেন এই ব্রাজিলিয়ানই। 

সুবিধাজনক স্থানে থাকা মোহনবাগানকে হারাতে হলে শতভাগেরও বেশি মেলে ধরতে হবে বসুন্ধরার ফুটবলারদের। সেটি ভালো করেই জানা আছে কোচ অস্কার ব্রুজনের। আক্রমনাত্মক কৌশল ছাড়া বিকল্প নেই। তবে স্প্যানিশ এ কোচের মূল পরিকল্পনা কাউন্টার অ্যাটাক। তার আগে রক্ষণটাও অটুট রাখতে হবে বিশ্বনাথ ঘোষ, তারিক কাজীদের। 

আগামীকালের ম্যাচ নিয়ে কিংসের স্প্যানিশ কোচ ব্রুজের মন্তব্য, ‘মোহনবাগান খুব ভাল দল। তাদেরকে হারাতে হলে মাঠে আমাদের সেরাটাই দিতে হবে। আমরা ডিফেন্সের পাশাপাশি আক্রমণ করে ম্যাচ জয় করবো এবং আমাদের জার্সির মান রক্ষা করব।’
 
আগামীকালের খেলা; এএফসি কাপ, বসুন্ধরা কিংস বনাম মোহনবাগান, মালে জাতীয় স্টেডিয়ামমে শুরু হবে বিকাল ৫টায়। বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।

এজেড/টিআইএস