করোনা পজিটিভ মিজবাহ উল হক
মঙ্গলবারই শেষ হয়েছে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর দেশে ফেরার কথা ছিল পুরো পাকিস্তান দলের। কিন্তু এর মধ্যেই জানা গেল করোনা পজিটিভ হয়েছেন দলটির কোচ ও পাকিস্তানের সাবেক অধিনায়ক মিজবাহ উল হক।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার করোনা পজিটিভ হওয়ার খবর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও মিজবাহের মধ্যে করোনার কোনো উপসর্গ নেই। তবে আপাতত তাকে জামাইকাতে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টাইনে।
বিজ্ঞাপন
এরপর নেগেটিভ হলে পাকিস্তানে ফিরতে পারবেন তিনি। তাকে রেখেই পাকিস্তানে ফিরছে বাকি দল। চার ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল।
চার ম্যাচের টি-টোয়েন্টির মাত্র একটিতেই ফল এসেছিল। যেখানে সফরকারীরা জয় পায় সাত রানে। দুই টেস্টের প্রথমটিতে হেরে যায় পাকিস্তান। তবে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজে সমতা ফেরায় বাবর আজমের দল। এখন কোচকে ছাড়াই দেশে ফিরতে হচ্ছে তাদের।
বিজ্ঞাপন
— Pakistan Cricket (@TheRealPCB) August 25, 2021
এমএইচ