নিউজিল্যান্ড দলে মুস্তাফিজ ‘ভয়’
অস্ট্রেলিয়া সিরিজে মন্থর উইকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে সামলানো রীতিমতো দুঃসাধ্য হয়ে উঠেছিল সফরকারীদের জন্য। প্রায় প্রতিদিন ম্যাচ শুরুর আগে আর ম্যাচ শেষের পর মুস্তাফিজকে খেলতে না পারার কথা বলেছেন অজি ব্যাটসম্যানরা। এবার আসন্ন নিউজিল্যান্ড সিরিজের আগেও ঘুরেফিরে আলোচনার কাটার মাস্টার খ্যাত এই পেসার।
আজ (শনিবার) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড দলের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পোকনালকে মুস্তাফিজ সম্পর্কে বলেন, ‘মুস্তাফিজ অসাধারণ বল করেছে। তার ডেলিভারিগুলো কীভাবে করেছে তা দেখা অনেক উপভোগ্য ছিল। অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়ের মতো সে আমাদের জন্য হুমকি।’
বিজ্ঞাপন
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচ আগামী ১ সেপ্টেম্বর। সিরিজের শেষ টি-টোয়েন্টি মিরপুরে গড়াবে আগামী ১০ সেপ্টেম্বর। এই সিরিজে মুস্তাফিজ কতটা ভূমিকা রাখতে পারেন সেটি জানা কিউইদের। বলা যায় রীতিমতো মুস্তাফিজ আতঙ্কে ভুগছে সফরকারী শিবির।
পোকনালের ভাষায়, ‘তার (মুস্তাফিজ) ব্যাপারে আমরা ভালো করে কাজ করেছি। আলোচনা করেছি, কীভাবে তার বিরুদ্ধে সফল হওয়া যায়। এখন খেলায় কীভাবে তা কাজে লাগানো যাচ্ছে তাই মূল বিষয়। তাকে আমরা চাপে রাখার চেষ্টা করবো এবং আমাদের লক্ষ্য তার বিরুদ্ধে ভিন্ন কিছু করা।’
বিজ্ঞাপন
নিজেদের প্রস্তুতি নিয়ে কিউই কোচ বললেন, ‘সময় বলে দেবে আমাদের কেমন সুযোগ আছে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমাদের একাধিক ক্যাম্প হয়েছে নিউজিল্যান্ডে। সেখানে আমরা এ ধরণের কন্ডিশন অনুযায়ী অনুশীলন করেছি। ওভালে দুই দিনের অনুশীলন করেছি যা আমাদেরকে ভালো প্রস্তুতির সুযোগ করে দিয়েছে। আমরা প্রস্তুতিতে ঘাটতি রাখিনি। তবে আমাদেরকে পারফর্ম করতে হবে যেন বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু পেতে পারি।’
টিআইএস