শেরেবাংলার স্পিন উইকেটে রোমাঞ্চিত কিউই স্পিনার
এজাজ প্যাটেল/ফাইল ছবি
নিউজিল্যান্ডের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশে পা রেখে অনুশীলন নামার আগেই অজি অলরাউন্ডার অ্যাস্টন টার্নার জানিয়েছিলেন, এখানকার উইকেটে খেলতে পারা তার জন্য রোমাঞ্চকর। এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে এসেছে কিউইরা। সিরিজ শুরুর আগে প্রায় একই কথা শোনালেন স্পিনার এজাজ প্যাটেল।
ক্রিকেট নিউজিল্যান্ডের পাঠানো এক ভিডিও বার্তায় ৩২ বছর বয়সী এজাজ জানান, ‘রোমাঞ্চিত তো অবশ্যই। স্পিনাররা এমন কন্ডিশন পেলে অবশ্যই রোমাঞ্চিত হবে।’
বিজ্ঞাপন
তবে স্বাগতিকদের বিপক্ষে যে সতর্ক থাকতে হবে সেটিও মনে করিয়ে দিলেন এজাজ। বাংলাদেশ সফরকে নিজের সুযোগ হিসেবে নিচ্ছেন তিনি, ‘আমাদের এটা মাথায় রাখতে হবে যে স্পিন বাংলাদেশ ভালো খেলে। আর আমরা খেলতে এসেছি তাদের মাঠে। তাই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সবসময় মোমেন্টাম ধরে রাখতে হবে। সাদা বলে অনেকগুলো ম্যাচ পাচ্ছি, আমার জন্য রোমাঞ্চকর। বাড়তি কোনো চাপ নিচ্ছি না। ম্যাচগুলোতেই মনোযোগ রাখছি।’
২০১৬ সালে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেন থিলান সামারাবীরা। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত এই দায়িত্ব পালন করেন তিনি। নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসার আগে সামারাবীরাকে একই চেয়ারে বসিয়েছে। এখানকার কন্ডিশন আর উইকেট ভালোভাবে জানা সামারাবীরার। তার থেকে ভালো দিক নির্দেশনা পাচ্ছে কিউইরা।
বিজ্ঞাপন
এজাজ জানালেন, ‘সামারাবীরার সাথে আমরা স্পিনাররা কথা বলেছি। কী প্রত্যাশা করা যেতে পারে, কীভাবে বল করা যেতে পারে এসব নিয়ে কথা হয়েছে। উপমহাদেশে তার অনেক অভিজ্ঞতা। ব্যাটসম্যানদের মানসিকতা কেমন থাকবে- এসব ব্যাপারে তার কাছ থেকে জেনেছি।’
টিআইএস/এটি/এনইউ