আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে ক্রিকেটের কার্যক্রম চালু রাখা নিয়ে নানা শঙ্কা কাজ করছিল। তবে ধীরে ধীরে সেসব কেটে যাচ্ছে। ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো আফগানিস্তান ক্রিকেট দলকে টেস্ট খেলার অনুমতি দিয়েছে তালেবান। 

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার কথা রয়েছে আফগানিস্তানের। ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি। গত বছর হওয়ার কথা থাকলেও করোনার কারণে এক বছর পিছিয়ে আনা হয়েছে ম্যাচের সূচি।

এই ম্যাচ খেলার অনুমতি পাওয়া নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি এএফপিকে বলেছেন, ‘আমরা অস্ট্রেলিয়াতে দল পাঠানোর অনুমতি পেয়েছি।’ এটিই আফগানিস্তানের প্রথম টেস্ট হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

নিজেদের প্রথম মেয়াদে বেশ কিছু খেলাকে নিষিদ্ধ করেছিল তালেবান। ওই সময় অনেক স্টেডিয়ামকে ফাঁসির মঞ্চ হিসেবে ব্যবহার করে তারা। তবে এবার তেমন কিছু হচ্ছে না। তালেবান অনেক যুদ্ধরাও ক্রিকেট পছন্দ করেন বলে জানাচ্ছে সংবাদ মাধ্যমগুলো। এবার রাজধানী কাবুল দখলের পর থেকেই নিজেদের কঠোরতা শিথিল করার কথা বলে আসছে তালেবান। 

অস্ট্রেলিয়া সফরের আগে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আফগানিস্তান ক্রিকেট দল। এনিয়েও কোনো বাধা নেই বলে জানিয়েছেন হামিদ শিনওয়ারি। চলতি মাসের শেষদিকে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফরে আসাও চূড়ান্ত। 

এমএইচ