ঢাকায় করোনা আক্রান্ত সেই কিউই ক্রিকেটার পেলেন সুখবর
ফিন অ্যালেন/ফাইল ছবি
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৪ আগস্ট বাংলাদেশে আসে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তার চারদিন আগে গত ২০ আগস্ট ঢাকায় পা রাখেন দলটির দুই ক্রিকেটার ফিল অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকলেও গত ২৪ তারিখ ফিনের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। এক সপ্তাহ যেতেই সেরে উঠেছেন তিনি।
করোনাভাইরাস আক্রান্ত হলে ফিনকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়। সেখানে গত মঙ্গলবার আর বুধবার আলাদা দুটি করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। এই দুই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এজন্য আজ বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন ফিন। দুই ডোজ ভ্যাকসিনই নিয়েছেন এই কিউই তারকা। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন। কিন্তু ঢাকায় এসেই করোনাভাইরাস পজিটিভ হন।
এদিকে ফিন অ্যালেন করোনাভাইরাস আক্রান্ত হলে নিউজিল্যান্ড দলে ডাক পান পেসার ম্যাট হেনরি। বাংলাদেশ বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে গত মঙ্গলবার নিজ দেশ থেকে বাংলাদেশে এসে পৌঁছান হেনরি। ঢাকায় পা রাখেই সোজা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
সেখানে চলছে তার তিনদিনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া। যেখানে প্রথম করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, আজ (বৃহস্পতিবার) কোয়ারেন্টাইনের তৃতীয় দিনে দ্বিতীয় পরীক্ষার নমুনা দিয়েছেন। এই পরীক্ষার ফল নেগেটিভ এলে রাতেই দলের বাকি সদস্যদের সঙ্গে যোগ দিতে পারবেন।
টিআইএস/এটি