ছবি : সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। স্বাভাবিকভাবেই এখানে সমর্থকদের নজরও বেশি। তাই একটু এদিক-সেদিক হলেই দেশজুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। ক্রিকেট দলের জার্সি নিয়ে প্রায় প্রতিবারই তোলপাড় হয়। বেশ কয়েকবার জার্সি বদলাতেও হয়েছে বিসিবিকে। 

সম্প্রতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক জার্সির ডিজাইন প্রকাশ করে বিসিবি। কিন্তু সেই জার্সিতে স্পন্সরের নাম থাকলেও ছিল না ‘বাংলাদেশ’ লেখা। পরে অবশ্য সমর্থকদের আপত্তির মুখে দু’ঘণ্টা বাদেই ডিজাইন বদলে যায় বিশেষ ওই জার্সির।

সমালোচনার কারণে নয় প্রথম যে জার্সিটির ডিজাইন দেওয়া হয়েছিল সেটি ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালালউদ্দিন চৌধুরি। সোমবার রাজধানীর দি ওয়েস্টিন হোটেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটি জানিয়েছেন তিনি।

‘আমি এটা ঠিক বলতে পারব না। কিন্তু যেটা দেয়া হয়েছিল, হয়তো ভুলবশত হয়ে গেছে। দুইটা জার্সি, যে জার্সিটা দেয়া হয়েছে, সেটা (আমাদের) দেখানো হয়েছে। কারণ ডিজাইনের জন্য একটা রাখা ছিল। (জার্সিতে) বাংলাদেশ তো অবশ্যই থাকতেই হবে।’

জালাল বলেন

কিন্তু নতুন ডিজাইন দেওয়ার পরেও জার্সির ঝামেলা পুরোপুরি শেষ হয়নি। নতুন জার্সিতেও বাংলাদেশ লেখাটি ছোট হয়ে গেছে বলে ফের সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জার্সিতে বাংলাদেশ লেখা বড় করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন জালালউদ্দিন। 

তিনি বলেন, ‘এখানে কিন্তু (নাম বড় করার) কোন সুযোগ নাই। আইসিসির একটা প্রটোকল কোড দেয়া আছে। জার্সিতে নাম কত বড় হবে, সবকিছু কিন্তু (আইসিসি থেকে) দেয়া আছে। আমরা এর বাইরে দিতে পারব না। বাংলাদেশটা ছোট কি বড় হয়েছে, তা অবশ্যই আমরা দেখব। যদি সত্যিই অমন কিছু হয়ে থাকে আমরা এটা ঠিক করে দেবো।’

এমএইচ/এটি