জামালকে পেয়ে খুশি কলকাতার ফুটবলাররা
ছবি: সংগৃহীত
আই লিগের তৃতীয় ম্যাচে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডানের প্রতিপক্ষ তিদিম রোড অ্যাথলেটিক ইউনিয়ন। কল্যাণী স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে চারটায়।
দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে চার্চিল ব্রাদার্সের সঙ্গে পয়েন্ট টেবিলে যুগ্মভাবে শীর্ষে জামাল ভূঁইয়ার কলকাতা মোহামেডান। শীর্ষে থাকতে হলে জয়ের বিকল্প নেই কলকাতার সাদা কালোদের। মঙ্গলবার কলকাতা মাঠে নামার দুই ঘন্টা আগেই মাঠে নামবে চার্চিল ব্রাদার্স। চার্চিল ব্রাদার্সের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। পাঞ্জাবের সাথে চার্চিল পয়েন্ট হারালে আর কলকাতা জিতলে এককভাবে পয়েন্টের শীর্ষে থাকার সুযোগ জামালদের।
বিজ্ঞাপন
সোমবার সকালে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কলকাতা মোহামেডানের কোচ জোসে হেভিয়া বলেন, ‘প্রথম দুই ম্যাচে হারিনি এতে আমি খুশি। কিন্তু পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট না। প্রতি ম্যাচে আমার দল গোল করুক এবং আমি কোনো গোল হজম না করে জিততে চাই।’
তৃতীয় ম্যাচ সম্পর্কে বলেন, ‘আই লিগে সব দলই ভালো। আমি সব দলকেই সম্মান করি। পাশাপাশি এটা বলতে চাই আমি জেতার সামর্থ্য রাখি। আশা করি আমি জিততে পারব।’
বিজ্ঞাপন
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ছিলেন কলকাতা মোহামেডানের বাঙালি ফুটবলার হিরা মন্ডল। বাংলাদেশি সাংবাদিকদের তার প্রতি প্রশ্ন ছিল জামাল ভূঁইয়াকে নিয়ে। জামাল সম্পর্কে তিনি বলেন, ‘জামাল ভাই দক্ষিণ এশিয়ার ফুটবলে বড় নাম। ড্রেসিং রুম ও মাঠে আমাদের দারুণ সময় কাটে। জামাল ভাই টিমমেট হিসেবে দারুণ।’
সব মিলিয়ে জামালকে পেয়ে খুশি কলকাতার ফুটবলাররা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া খেলেছিলেন। এই ম্যাচেও একাদশে থাকবেন বলে জানা গেছে। ম্যাচ কলকাতা মোহামেডান দ্বিতীয় ম্যাচে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। প্রথম ম্যাচে দিল্লির সুদেভা এফসিকে হারিয়েছিল ১-০ গোলে।
এজেড/এটি/টিআইএস