শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ শুরু ইংল্যান্ডের
ছবি: সংগৃহীত
করোনা সংক্রমণের পর ক্রিকেটীয় প্রত্যাবর্তনটা সুখকর হয়নি শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারের পর ঘরের মাঠেও সুবিধা করতে পারছে না লঙ্কানরা। ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ৭ উইকেটে হেরেছে স্বাগতিকরা।
গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে মাঠে নামার কথা ছিল শ্রীলঙ্কার। তবে কোয়ারেন্টাইন জটিলতায় সেই সময় শ্রীলঙ্কা সফর করেনি টাইগাররা। এরপর গত ডিসেম্বরে মাঠে নামে শ্রীলঙ্কা। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে পাত্তা পায়নি দিমুথ করুনারত্নের দল।
বিজ্ঞাপন
এবার ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে গলে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী ইংল্যান্ড। ম্যাচে নিজেদের শুরুর ইনিংসে সুবিধা করতে পারেনি দীনেশ চান্দিমালরা। ডম বেসের স্পিন তোপে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
এরপর ব্যাট করতে নেমে ইংলিশ দলপতি জো রুটের ২২৮ রানের অনবদ্য ইনিংসের কল্যাণে অল-আউট হওয়ার আগে স্কোর বোর্ডে ৪২১ রানের পুঁজি পায় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংসেই ২৮৬ রানের লিড নেয় থ্রি লায়ন্সরা।
বিজ্ঞাপন
দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে সফরকারি বোলারদের চাপের মধ্যে রাখেন শ্রীলঙ্কার দুই ওপেনার কুশাল পেরেরা ও লাহিরু থিরিমান্নে। উদ্বোধনী জুটিতে ১০১ রান যোগ করেন দুজন। কুশাল ৬২ রানে আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেন থিরিমান্নে। স্যাম কারানের বলে আউট হয়ে ফেরার আগে ১১১ রানের দর্শনীয় একটি ইনিংস উপহার দিয়ে যান তিনি।
এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসের ৭১ রানের উপর ভর ইংল্যান্ডের রান পরিশোধ করে শ্রীলঙ্কা। কিন্তু খুব বেশি লিড দাঁড় করাতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রানে গুটিয়ে গেলে সফরকারীদের সামনে জয়ের জন্য ৭৪ রানের লক্ষ্য দিতে পারে স্বাগতিকরা।
জয়ের লক্ষ্য টপকাতে অবশ্য বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। শুরুতে ৩ উইকেট হারিয়ে বসলেও দলকে আর কোনো বিপদে পড়তে দেননি জনি বেয়ারস্টো ও ড্যানিয়েল লরিন্স। সোমবার বেয়ারস্টো ৩৫ ও লরিন্স ২১ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডকে সাত উইকেটের জয়ের স্বাদ এনে দিয়ে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১৩৫ ও ২৫৯ (থিরিমান্নে ১১১, ম্যাথ্যস ৭১, কুশাল ৬২; ডম বেস ৫/৩০ জ্যাক লিচ, ৫/১২২)
ইংল্যান্ড: ৪২১ ও ৭৬/৩ (রুট ২২৮, লরিন্স ৭৩, বেয়ারস্টো ৪৭; দিলনুয়ান ৪/১০৯)
ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।
টিআইএস/এটি