চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে গিয়ে ফিল্ডিং মিসের মহড়া শুরু করেছিল বাংলাদেশ। একই ধারাবাহিকতা ছিল শ্রীলঙ্কা সফরেও। জিম্বাবুয়ে গিয়ে কিছুটা উন্নতি দেখা যায় বাংলাদেশ দলের ফিল্ডিং বিভাগে। অস্ট্রেলিয়া সিরিজে তো অসাধারণ ফিল্ডিং প্রদর্শনী দেখিয়েছেন আফিফ হোসেন, শামীম পাটোয়ারীরা। এজন্য ফিল্ডিং কোচকে ধন্যবাদ দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সঙ্গে জানালেন, পরিশ্রমী মানুষ রায়ান কুক।

আজ এক ভিডিও বার্তায় সাইফউদ্দিন বললেন, ‘রায়ান কুককে ধন্যবাদ জানাতে হয়। কোন সন্দেহ নেই আমাদের কোচিং স্টাফের মধ্যে সবচচেয়ে পরিশ্রমী বলা যায় তাকে। শুধু ফিল্ডিংয়ের জন্য না, পাশাপাশি ব্যাটিং-বোলিংয়ে নানা টেকনিক শিখতে সাহায্য করে। আসলে ওর প্রভাব, অনুশীলনে যা শেখায়, ম্যাচে কী করনীয় সেটাও জানায়, সেগুলোর প্রভাব ধীরে ধীরে পাচ্ছি।’

সঙ্গে যোগ করেন সাইফউদ্দিন, ‘ম্যাচে পেসারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে বা সবাই ফিল্ডিংয়ে এখন ভালো ভালো ক্যাচ ধরতেছে। তো এ জিনিসটা আমাদের দলের জন্য অনেক ভালো দিক।’

অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারিয়ে এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। তবে ঘুরেফিরে আলোচনায় মিপুরের উইকেট। সাইফউদ্দিন জানালেন, পরের ম্যাচ থেকে উইকেটের ধরণ পরিবর্তন হলে কৌশলেও পরিবর্তন আনবেন তিনি। তবে উইকেট যেমনই হোক, বিশ্বকাপ প্রস্তুতিতে ঘটতি হবে না সাইফউদ্দিনদের।

সাইফউদ্দিন বলেন, ‘পরের ম্যাচগুলোয় যদি উইকেট পরিবর্তন হয় তখন ব্যাক অব লেন্থে জোরে বল করার চেষ্টা করবো। পেস বোলার হিসেবে আমাকে সব কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, তো এখন আমাদের সামনে যে উইকেট ওই কন্ডিশন অনুযায়ী বল করার চেষ্টা করি। পরের ম্যাচে যদি পিচের চরিত্র বদল হয় তবে সে অনুযায়ী আমরা বাউন্সার, স্লোয়ার, ইয়র্কার বা ওয়াইড ইয়র্কার; এসব দিকে যাব।’ 

ঘরের মাঠে স্পিন সহায়ক মন্থর উইকেটে খেললেও বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি হবে বলে মনে করছেন না সাইফউদ্দিন। কারণ ব্যাখ্যায় বললেন, ‘বিশ্বকাপ খেলতে গেলে কন্ডিশন একটু ভিন্ন হবে তবে ওমানে অনুশীলনের সুযোগ পাব। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমরা প্রস্তুতির সুযোগ পাব ওখানে, তো আমরা যতটা নিয়জেদের মানিয়ে নিতে পারব সেখানে ততটাই ভালো হবে। আর আমরা বোলাররা অনেক বেশি কেপাবল, আমরা অনেক কন্ডিশনেই ম্যাচ খেলেছি তো মানিয়ে নিতে পারব আমি মনে করি।’

টিআইএস/এমএইচ