ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সবথেকে ধনী সংগঠন তো বটেই, বিশ্ব ক্রিকেটেও অর্থনৈতিকভাবে বেশ শক্ত অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত দুই মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন। এই চেয়ারে পার করেছেন ৮ বছর। এই সময়ে ক্রিকেট বোর্ডকে অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধ করেছেন তিনি। আজ (শনিবার) রাজধানীর ঢাকা ক্লাবে ক্রিকেট বোর্ডের প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার স্মরণে এক অনুষ্ঠানে পাপন জানালেন, বিসিবির এফডিআর ৯০০ কোটি টাকা।

পাপন বলছিলেন, ‘বিদেশি বড় বড় স্পন্সর বাদ দিয়ে সব দেশি স্পন্সর নিয়ে আমরা ক্রিকেটার ও কোচিং স্টাফদের বেতন বাড়িয়েছি। অন্তত দশ গুণ বেড়েছে। এত কিছু করার পরও গত দুই মেয়াদে আমাদের এফডিআর আছে প্রায় ৯০০ কোটি টাকার মতো।’

বিসিবির সভাপতি পদটি আগে সরকার থেকে মনোনীত হতো। পাপন ২০১২ সালে প্রথমে সরকার কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব নেন। ২০১৩ সাল থেকে বিসিবি সভাপতি পদটি নির্বাচিত হয়। ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। চলতি সেপ্টেম্বর মাসেই শেষ হবে পাপনের দায়িত্বের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী ৪৫ দিনের মধ্যে বিসিবির নির্বাচনের তারিখ দিতে হবে।

তৃতীয় মেয়াদে সভাপতির জন্য লড়াইয়ের আগে নিজের দুই মেয়াদে বোর্ডে তার ভূমিকার কিছু অংশ তুলে ধরলেন পাপন, ‘প্রতি বছর এসব (সমালোচনা) অনেক শুনেছি। বিসিবি কত টাকা পেয়েছে আমাকে এটা বলুন। আগে একটা হেড কোচ থাকত। এখন ফিল্ডিং কোচ, বোলিং কোচ, ব্যাটিং কোচ, ট্রেনার- এসব শুধু জাতীয় দলের। তারপর এইচপি, নারী দল, এমনকি অনূর্ধ্ব-১৯ দলের কোচও তো বিদেশি। কী পরিমাণ খরচ বিসিবির, বুঝতে হবে।’

টিআইএস