চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশের হয়ে অভিষেক ক্যাপ মাথায় তোলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। মাত্র ৬ ম্যাচের ক্যারিয়ারে টাইগারদের টি-টোয়েন্টি ফরম্যাটের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মাত্র ১৯ রান দিয়ে বল হাতে ৪ উইকেট নিয়ে আলোচনায় আসেন। আজ (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নিতে খরচ করেন মাত্র ১০ রান।

নাসুমের ক্যারিয়ার সেরা বোলিংয়ের ওপর ভর করে ইতিহাস লেখে বাংলাদেশ দল। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ ৬ উইকেটে জিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ জয়ের পর নাসুম জানালেন, রান আটকানো বোলিং করে সফল হয়েছেন তিনি।

ম্যাচ সেরার পুরষ্কার নিতে এসে নাসুম বললেন, ‘আসলে এখন পর্যন্ত রিয়াদ ভাই আমাকে কোনোদিনও বলেনি নাসুম আমাকে উইকেট বের করে দে। আমাকে বলেছে- তুই তোর মতো করে যা। আমিও চেষ্টা করি রান কম দিয়ে ওভার শেষ করার।’

এদিন মিরপুরে ইনিংসের নিউজিল্যান্ডের ইনিংসের শুরুর বল থেকেই গ্রিপ পেয়েছেন স্পিনাররা। এতে বাড়তি বাউন্সের সঙ্গে টার্নও ছিল ভয়ঙ্কর। এতে বিভ্রান্তিতে পড়েন ব্যাটসম্যানরা। উইকেট থেকে সাহায্য পাওয়ায় কাজ সহজ হয়েছে বলে মনে করছেন নাসুম।

নাসুম জানান, ‘উইকেটে টার্ন পাচ্ছিলাম। তাই চেষ্টা করেছি একটা জায়গায় বল করা, উল্টাপাল্টা কিছু চিন্তা করিনি।

টিআইএস