নাসুমের প্রিয় ফিন অ্যালেনের উইকেট
বাংলাদেশে এসে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে চলমান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। দ্বিতীয় ম্যাচে তাকে ফেরানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। আজ (বুধবার) টি-তোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে তুলে নেন কিউইদের চার উইকেট। যেখানে নাসুমের দ্বিতীয় শিকার অ্যালেন।
অ্যালেনের আগে রাচিন রবীন্দ্র এবং পরে হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকে আউট করেন নাসুম। ৪ ওভার শেষে তার বোলিং ফিগার ৪-২-১০-৪! যা তার ক্যারিয়ার সেরা ও সবমিলিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পঞ্চম সেরা বোলিং ফিগার। নাসুমের ক্যারিয়ার সেরা বোলিংয়ে কিউইরা গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে। পরে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ শেষে নাসুম জানালেন, এ ম্যাচে তার প্রিয় উইকেট ফিন অ্যালেনের আউট।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় নাসুম বললেন, ‘আমার কাছে ফিন অ্যালেনের উইকেটটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর গ্র্যান্ডহোমকে তো তিনবার আউট করলাম। অ্যালেনের উইকেটটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। ও রিভার্স সুইপ করতে চাচ্ছিল, আমি ওই ডিলেভারিটা খুব জোরে বল করেছি আর ও মিস টাইম করেছে। আর এর আগের ম্যাচেও আমার লক্ষ্য ছিল যেন ওর উইকেটটা পাই আমি। আমার অভিষেক উইকেট ও (অ্যালেন)।’
মিরপুরের মন্থর উইকেটে ব্যাট হাতে শুরু থেকেই আগ্রাসী রূপ ধারণ করেন অ্যালেন। নিজেদের ইনিংসের দ্বিতীয় ওভারে সাকিব আল হাসানকে কাভারের উপর দিয়ে দারুণ এক সুইপে ছক্কা মারেন। পরের ওভারে নাসুমের বলেও ব্যাট চালিয়েছিলেন, তবে ওই বল থেকে পান ৩ রান। ১ বল বাদে আবার রিভার্স সুইপের চেষ্টা করেন অ্যালেন। এবার আর পার পেলেন না তিনি। ধরা পড়লেন সাইফউদ্দিনের হাতে।
বিজ্ঞাপন
অ্যালেনের উইকেটের নিতে আলাদা কৌশল এঁটেছিলেন বলে জানালেন নাসুম, ‘ফিন যখন রিভার্স সুইপ করতেছিল তখন রিয়াদ ভাই আমাকে বলল ও রিভার্স করলে তুই আরেকটু আস্তে বল করবি। তো আমি যখন বোলিং করছি তখন দেখলাম ও একটু আগেই ঘুরে গেছে, ওটা দেখে আমি জোরে বল করেছি তাতে মিস টাইমিংয়ে উইকেটটা পেয়ে গেছি।’
টিআইএস