এই আর্জেন্টিনাকে আবেগে কেউ হারাতে পারবে না
আর্জেন্টিনা ফুটবল দলের সাবেক সহকারি কোচ ও বর্তমান টেকনিকাল ডিরেক্টর ক্লদিও গুগনালি প্রশংসায় ভাসিয়েছেন পুরো আর্জেন্টিনা দলকে। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ক্যালোনি শিষ্যদের প্রশংসায় মাতেন আলেজান্দ্রো সাবেলার এই সাবেক সহকারি।
বর্তমান দল নিয়ে গুগনালি বলেন, ‘একটি অসম লড়াই জেতার আনন্দটাই বিশেষ কিছু। তরুণ খেলোয়াড়রা যখন ট্রফিতে চুমু খেয়েছিল তারা সেই অনুভূতি পেয়েছিল। সে (ডি মারিয়া) ঠিক সময়ে বল পেয়েছিল বলে ফাইনালের গোলটি দিতে পেরেছে সবাই এটাই বলবে। কিন্তু গোলটির পেছনে আসলে তার মার অবদানই সবচেয়ে বেশি যে সবসময় তাকে সমর্থন করে গেছে।’
বিজ্ঞাপন
এখন সব কিছুকেই তুচ্ছ করে দেখা হয় দাবি করে এই প্রবীণ ডিরেক্টর বলেন, ‘আপনি আবেগকে ভুলে যেতে পারেন না। সব কিংবদন্তিদের জীবন পর্যালোচনা করলেই আপনি আবেগ খুঁজে পাবেন। আজকের আর্জেন্টিনাকে আবেগ দিয়ে পরাজিত করা অসম্ভব।’
এই অনুভূতি যে সব খেলোয়াড়ের জীবনেই গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করে গুগুনালি বলেন, ‘এটা আপনাকে শক্তিশালী করে, সাহস দেয় এবং স্বপ্ন দেখায়। ইনজুরি ও ব্যাথা ভুলতেও এমন অনুভূতি দরকার।’
বিজ্ঞাপন
২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের সহকারি কোচের দায়িত্ব পান গুগনালি। আলেজান্দ্রো সাবেলা ও তার কোচিংয়ে ২০১৪ বিশ্বকাপের ফাইনাল খেলে আলবিসেলেস্তেরা।
এআইএ/এমএইচ